4:56 am, Saturday, 17 January 2026

রাজধানীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

  • Zuel Rana
  • Update Time : 08:28:46 am, Monday, 7 October 2024
  • 252

ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীতে নিজ বাসার সামনে মো. জাহাঙ্গীর (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।

রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজারীবাগে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর মীর হাজারীবাগ এলাকার মৃত ফজর আলীর ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি স্থানীয় আওয়ামী লীগ কর্মী ছিলেন।

জানা যায়, রাতে বাসার পাশে চাচার দোকান থেকে বাসায় ফিরছিলেন জাহাঙ্গীর। বাসার সামনে আসার পর সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিডি/জেডআর

Write Your Comment

About Author Information

Zuel Rana

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাজধানীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

Update Time : 08:28:46 am, Monday, 7 October 2024

রাজধানীতে নিজ বাসার সামনে মো. জাহাঙ্গীর (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।

রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজারীবাগে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর মীর হাজারীবাগ এলাকার মৃত ফজর আলীর ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি স্থানীয় আওয়ামী লীগ কর্মী ছিলেন।

জানা যায়, রাতে বাসার পাশে চাচার দোকান থেকে বাসায় ফিরছিলেন জাহাঙ্গীর। বাসার সামনে আসার পর সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিডি/জেডআর