4:04 am, Tuesday, 14 October 2025

বাড়ছে শীত, দিনাজপুরে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে

বাড়ছে শীত, দিনাজপুরে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কার্তিক মাসের শুরুতেই শীতের ছোঁয়া অনুভূত হতে শুরু করেছে উত্তরের জেলা দিনাজপুরে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত চারপাশ কুয়াশার ঘন চাদরে ঢাকা পড়ে থাকে।

শনিবার (১৬ নভেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও কুয়াশার কারণে আকাশ কিছুটা সাদাটে হয়ে থাকে, তবুও শীতের তীব্রতা এখনো তেমন অনুভূত হচ্ছে না।

মহাসড়কে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে। ঘর থেকে বের হওয়া অনেকেই গায়ে জড়িয়েছেন হালকা শীতের পোশাক।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে আজ সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার।

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে, যেখানে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বাড়ছে শীত, দিনাজপুরে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে

Update Time : 01:12:14 pm, Saturday, 16 November 2024

কার্তিক মাসের শুরুতেই শীতের ছোঁয়া অনুভূত হতে শুরু করেছে উত্তরের জেলা দিনাজপুরে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত চারপাশ কুয়াশার ঘন চাদরে ঢাকা পড়ে থাকে।

শনিবার (১৬ নভেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও কুয়াশার কারণে আকাশ কিছুটা সাদাটে হয়ে থাকে, তবুও শীতের তীব্রতা এখনো তেমন অনুভূত হচ্ছে না।

মহাসড়কে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে। ঘর থেকে বের হওয়া অনেকেই গায়ে জড়িয়েছেন হালকা শীতের পোশাক।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে আজ সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার।

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে, যেখানে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।