4:02 am, Tuesday, 14 October 2025

নতুন স্বরাষ্ট্রসচিব হলেন নাসিমুল গনি

নতুন স্বরাষ্ট্রসচিব হলেন নাসিমুল গনি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নের এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

প্রখ্যাত সাংবাদিক ওসমান গণির ছেলে ড. নাসিমুল গনি ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন সৎ, দক্ষ ও চৌকস কর্মকর্তার হিসেবে পরিচিত। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে ড. নাসিমুল গনি জামালপুরের জেলা প্রশাসক এবং চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইরাক ও জর্ডানে বিদেশি মিশনে কাজ করেছেন। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও নিপোর্টের মহাপরিচালক, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মো. জমির উদ্দিন সরকারের একান্ত সচিব, মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ড. নাসিমুল গনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন এবং শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ভৌত-অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নতুন স্বরাষ্ট্রসচিব হলেন নাসিমুল গনি

Update Time : 10:10:39 pm, Sunday, 22 December 2024

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নের এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

প্রখ্যাত সাংবাদিক ওসমান গণির ছেলে ড. নাসিমুল গনি ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন সৎ, দক্ষ ও চৌকস কর্মকর্তার হিসেবে পরিচিত। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে ড. নাসিমুল গনি জামালপুরের জেলা প্রশাসক এবং চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইরাক ও জর্ডানে বিদেশি মিশনে কাজ করেছেন। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও নিপোর্টের মহাপরিচালক, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মো. জমির উদ্দিন সরকারের একান্ত সচিব, মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ড. নাসিমুল গনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন এবং শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ভৌত-অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।