9:13 am, Tuesday, 14 October 2025

২০২৫ সালেরে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকের ছুটির তালিকা প্রকাশ

২০২৫ সালেরে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকের ছুটির তালিকা প্রকাশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোর জন্য ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ হয়েছে। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়াও নতুন বছরে ছুটি থাকছে ৭৬ দিন।

সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় নতুন বছরের জন্য এ ছুটি ঘোষণা করে তালিকা প্রকাশ করেছে।

সরকারি মাধ্যমিক অনুবিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার গণমাধ্যমকে বলেন, সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন নিয়েই সরকারি-বেসরকারি স্কুলের ছুটির তালিকা তৈরি করা হয়েছে।

প্রকাশিত তালিকায় দেওয়া দীর্ঘ ছুটিগুলো হলো- পবিত্র রমজানের ছুটি শুরু হবে ২ মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে সেসময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও সরকারি-বেসরকারি স্কুলে টানা ১৫ দিন ছুটি থাকবে। এ ছুটি ১ জুন থেকে শুরু হবে আর চলবে ১৯ জুন পর্যন্ত। এবার দুর্গাপূজায় ৮ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে।

এ ছাড়াও প্রতি বছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে তিনদিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে। যখন প্রয়োজন এ ছুটিগুলো প্রতিষ্ঠানপ্রধান দিতে পারবেন। এ ছাড়া বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

২০২৫ সালেরে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকের ছুটির তালিকা প্রকাশ

Update Time : 07:59:00 pm, Monday, 23 December 2024

সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোর জন্য ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ হয়েছে। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়াও নতুন বছরে ছুটি থাকছে ৭৬ দিন।

সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় নতুন বছরের জন্য এ ছুটি ঘোষণা করে তালিকা প্রকাশ করেছে।

সরকারি মাধ্যমিক অনুবিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার গণমাধ্যমকে বলেন, সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন নিয়েই সরকারি-বেসরকারি স্কুলের ছুটির তালিকা তৈরি করা হয়েছে।

প্রকাশিত তালিকায় দেওয়া দীর্ঘ ছুটিগুলো হলো- পবিত্র রমজানের ছুটি শুরু হবে ২ মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে সেসময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও সরকারি-বেসরকারি স্কুলে টানা ১৫ দিন ছুটি থাকবে। এ ছুটি ১ জুন থেকে শুরু হবে আর চলবে ১৯ জুন পর্যন্ত। এবার দুর্গাপূজায় ৮ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে।

এ ছাড়াও প্রতি বছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে তিনদিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে। যখন প্রয়োজন এ ছুটিগুলো প্রতিষ্ঠানপ্রধান দিতে পারবেন। এ ছাড়া বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন