9:43 am, Tuesday, 14 October 2025

‘সরকারের হাতে আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে’

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজান সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে। তবে সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই, যার মাধ্যমে রাতারাতি সব ঠিক হয়ে যাবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ-তুরস্কে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। খাদ‍্য, স্বাস্থ‍্য, শিল্পসহ বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। নবায়নযোগ‍্য জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এখাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক। এছাড়া বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ করতে আগ্রহী দেশটি। সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। তারা বাংলাদেশে অস্ত্র রপ্তানি করতে চায়।

তিনি আরও বলেন, চাল আমদানির শুল্ক কমিয়েছি। বিভিন্ন দেশ থেকে চাল আমদানি হচ্ছে। এখন থেকে আগামী তিন মাসে সাময়িক অসুবিধা কেটে যাবে। চালের মজুদে কোন ঘাটতি নাই। চালের দামের কারণে মানুষের কষ্ট হচ্ছে, অস্বীকার করার সুযোগ নেই।

বানিজ্য উপদেষ্টা বলেন, আমাদের কাছে আলাদিনের চেরাগ নাই, যে রাতারাতি ঠিক হয়ে যাবে। আমরা চেষ্টা করছি। ১ কোটি পরিবারের কার্ডের মধ‍্যে অনেক দুর্নীতি ছিল। যারা বাদ পরার কথা বলা হচ্ছে, তারা বাদ পরেনি। প্রকৃত সংখ‍্যা কমেনি।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

‘সরকারের হাতে আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে’

Update Time : 10:01:14 pm, Thursday, 9 January 2025

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজান সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে। তবে সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই, যার মাধ্যমে রাতারাতি সব ঠিক হয়ে যাবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ-তুরস্কে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। খাদ‍্য, স্বাস্থ‍্য, শিল্পসহ বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। নবায়নযোগ‍্য জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এখাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক। এছাড়া বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ করতে আগ্রহী দেশটি। সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। তারা বাংলাদেশে অস্ত্র রপ্তানি করতে চায়।

তিনি আরও বলেন, চাল আমদানির শুল্ক কমিয়েছি। বিভিন্ন দেশ থেকে চাল আমদানি হচ্ছে। এখন থেকে আগামী তিন মাসে সাময়িক অসুবিধা কেটে যাবে। চালের মজুদে কোন ঘাটতি নাই। চালের দামের কারণে মানুষের কষ্ট হচ্ছে, অস্বীকার করার সুযোগ নেই।

বানিজ্য উপদেষ্টা বলেন, আমাদের কাছে আলাদিনের চেরাগ নাই, যে রাতারাতি ঠিক হয়ে যাবে। আমরা চেষ্টা করছি। ১ কোটি পরিবারের কার্ডের মধ‍্যে অনেক দুর্নীতি ছিল। যারা বাদ পরার কথা বলা হচ্ছে, তারা বাদ পরেনি। প্রকৃত সংখ‍্যা কমেনি।