9:13 am, Tuesday, 14 October 2025

সাবেক আইজিপি এম আজিজুল হক আর নেই

সাবেক আইজিপি এম আজিজুল হক আর নেই

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম আজিজুল হক বুধবার (১৫ জানুয়ারি) ভোরে রাজধানী ঢাকা শহরের উত্তরার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তার বয়স ছিল ৮৫ বছর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে এম আজিজুল হক তার পরিবারে স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এক ছেলে হাসিব আজিজ বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

১৯৪০ সালের ১৩ ডিসেম্বর শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা বকাউল কান্দিতে জন্মগ্রহণ করেন এম আজিজুল হক। তিনি ১৯৭০ সালে পার্লামেন্ট সদস্য (এমএনএ) আব্দুর রহমান বকাউলের পুত্র। ১৯৯৬ সালের জুলাই থেকে ১৯৯৭ সালের নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৭ সালে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে কর্মরত থাকেন। তিনি স্থানীয় সরকার, নৌপরিবহন এবং বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

এছাড়া, এম আজিজুল হক বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও রূপালী ইন্সুরেন্স লিমিটেডের অর্থ উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সাবেক আইজিপি এম আজিজুল হক আর নেই

Update Time : 04:58:08 pm, Wednesday, 15 January 2025

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম আজিজুল হক বুধবার (১৫ জানুয়ারি) ভোরে রাজধানী ঢাকা শহরের উত্তরার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তার বয়স ছিল ৮৫ বছর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে এম আজিজুল হক তার পরিবারে স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এক ছেলে হাসিব আজিজ বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

১৯৪০ সালের ১৩ ডিসেম্বর শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা বকাউল কান্দিতে জন্মগ্রহণ করেন এম আজিজুল হক। তিনি ১৯৭০ সালে পার্লামেন্ট সদস্য (এমএনএ) আব্দুর রহমান বকাউলের পুত্র। ১৯৯৬ সালের জুলাই থেকে ১৯৯৭ সালের নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৭ সালে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে কর্মরত থাকেন। তিনি স্থানীয় সরকার, নৌপরিবহন এবং বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

এছাড়া, এম আজিজুল হক বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও রূপালী ইন্সুরেন্স লিমিটেডের অর্থ উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।