6:35 am, Tuesday, 14 October 2025

মসজিদুল হারামের প্রসিদ্ধ গাইড শেখ মোস্তফা দাব্বাগ আর নেই

মসজিদুল হারামের প্রসিদ্ধ গাইড শেখ মোস্তফা দাব্বাগ আর নেই

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মক্কা ও মদিনার পবিত্র মসজিদের জনপ্রিয় গাইড শেখ মোস্তফা আল-দাব্বাগ ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি পবিত্র মসজিদে হাজিদের সেবায় তার জীবন উৎসর্গ করেছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালে হারমাইন শরিফাইন কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন। এছাড়াও তিনি পবিত্র মসজিদে হাজিদের ও ইবাদতকারীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।

নিঃস্বার্থ সেবার জন্য পরিচিত ছিলেন তিনি। শেখ আল-দাব্বাগ তার জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর ঘরে আসা মানুষের পথপ্রদর্শনে। তিনি হাজিদের সঠিক নিয়ম মেনে তাওয়াফ, সাঈ ও অন্যান্য ইবাদত করার পদ্ধতি শিক্ষা দিতেন।

কাবার চারপাশের তাওয়াফ এলাকার মধ্যে হোক বা সাফা-মারওয়ার পথে, তার উপস্থিতি ছিল প্রশান্তির প্রতীক। তিনি হাজিদের ইহরামের সঠিক অবস্থান নিশ্চিত করা, হজ ও ওমরাহ পালনের আদবসমূহ শেখানো আর সুন্নাহর অনুসরণে ইবাদত সম্পাদন করতে উৎসাহিত করতেন।

তার অনেক প্রস্তাব হারাম শরিফ কর্তৃপক্ষ গ্রহণ করেছেন। যেমন হারামের প্রবেশপথে জুতা রাখার জন্য ব্যাগের ব্যবস্থা ইত্যাদি। শেখ আল-দাব্বাগ ছিলেন বিনয়, উদারতা ধর্মপরায়ণতার মূর্ত প্রতীক। তার সাদা-সিধে জীবনযাপন ও আল্লাহর ইবাদতে গভীর মনোযোগ তাকে ‘জাহেদ শেখ’ নামে পরিচিত করেছিল। জ্ঞান ও প্রজ্ঞার পাশাপাশি তিনি তার অহংকারহীন জীবনযাত্রার জন্য অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন।

শেখ মোস্তফা আল-দাব্বাগের মৃত্যুতে বৃহত্তর মুসলিম উম্মাহর গভীর শোকাহত। তার অনবদ্য সেবাগুলো ইসলামের প্রতি তার নিবেদিতপ্রাণতার উজ্জ্বল সাক্ষ্য। বিশ্বের শত দেশের লাখো মুসলিম তাকে চিনতেন। তার সঙ্গে তাদের হৃদ্যতার কথা জানতেন।

আল্লাহ তাকে ক্ষমা করুন, তার প্রতি দয়া করুন। তার সৎকর্মগুলো কবুল করুন। আল্লাহ যেন তার ত্রুটিগুলো ক্ষমা করেন। মক্কা ও মদিনার হাজিদের সেবার জন্য তাকে উত্তম পুরস্কারে ভূষিত করেন।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মসজিদুল হারামের প্রসিদ্ধ গাইড শেখ মোস্তফা দাব্বাগ আর নেই

Update Time : 05:54:14 pm, Wednesday, 15 January 2025

মক্কা ও মদিনার পবিত্র মসজিদের জনপ্রিয় গাইড শেখ মোস্তফা আল-দাব্বাগ ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি পবিত্র মসজিদে হাজিদের সেবায় তার জীবন উৎসর্গ করেছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালে হারমাইন শরিফাইন কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন। এছাড়াও তিনি পবিত্র মসজিদে হাজিদের ও ইবাদতকারীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।

নিঃস্বার্থ সেবার জন্য পরিচিত ছিলেন তিনি। শেখ আল-দাব্বাগ তার জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর ঘরে আসা মানুষের পথপ্রদর্শনে। তিনি হাজিদের সঠিক নিয়ম মেনে তাওয়াফ, সাঈ ও অন্যান্য ইবাদত করার পদ্ধতি শিক্ষা দিতেন।

কাবার চারপাশের তাওয়াফ এলাকার মধ্যে হোক বা সাফা-মারওয়ার পথে, তার উপস্থিতি ছিল প্রশান্তির প্রতীক। তিনি হাজিদের ইহরামের সঠিক অবস্থান নিশ্চিত করা, হজ ও ওমরাহ পালনের আদবসমূহ শেখানো আর সুন্নাহর অনুসরণে ইবাদত সম্পাদন করতে উৎসাহিত করতেন।

তার অনেক প্রস্তাব হারাম শরিফ কর্তৃপক্ষ গ্রহণ করেছেন। যেমন হারামের প্রবেশপথে জুতা রাখার জন্য ব্যাগের ব্যবস্থা ইত্যাদি। শেখ আল-দাব্বাগ ছিলেন বিনয়, উদারতা ধর্মপরায়ণতার মূর্ত প্রতীক। তার সাদা-সিধে জীবনযাপন ও আল্লাহর ইবাদতে গভীর মনোযোগ তাকে ‘জাহেদ শেখ’ নামে পরিচিত করেছিল। জ্ঞান ও প্রজ্ঞার পাশাপাশি তিনি তার অহংকারহীন জীবনযাত্রার জন্য অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন।

শেখ মোস্তফা আল-দাব্বাগের মৃত্যুতে বৃহত্তর মুসলিম উম্মাহর গভীর শোকাহত। তার অনবদ্য সেবাগুলো ইসলামের প্রতি তার নিবেদিতপ্রাণতার উজ্জ্বল সাক্ষ্য। বিশ্বের শত দেশের লাখো মুসলিম তাকে চিনতেন। তার সঙ্গে তাদের হৃদ্যতার কথা জানতেন।

আল্লাহ তাকে ক্ষমা করুন, তার প্রতি দয়া করুন। তার সৎকর্মগুলো কবুল করুন। আল্লাহ যেন তার ত্রুটিগুলো ক্ষমা করেন। মক্কা ও মদিনার হাজিদের সেবার জন্য তাকে উত্তম পুরস্কারে ভূষিত করেন।