9:11 am, Tuesday, 14 October 2025

অনুমোদন পেল নতুন বিশ্ববিদ্যালয় ‘গ্রামীণ ইউনিভার্সিটি’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। রাজধানীর দক্ষিণ দিয়াবাড়ীতে এটি হবে বলে জানানো হয়েছে।

গতকাল সোমবার এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে অনুমোদনের চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ওই চিঠিতে বলা হয়েছে, ‘বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৬ অনুযায়ী নিম্ন বর্ণিত শর্ত (২২ টি শর্ত) সাপেক্ষে প্রস্তাবিত ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ ঢাকা স্থাপন ও পরিচালনার জন্য উক্ত আইনের ধারা ৭ অনুযায়ী সাময়িক অনুমতি প্রদান করা হলো।’

মোট ২২টি শর্তে ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ স্থাপন ও পরিচালনার জন্য সাময়িক অনুমোদন দিয়ে আদেশ জারি করা হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়টিকে দেওয়া শর্তের মধ্যে রয়েছে: সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়কে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০–এর সব বিধান ও শর্ত মেনে চলতে হবে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। ন্যূনতম তিনটি অনুষদ এবং এসব অনুষদের অধীন কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে ইত্যাদি।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

অনুমোদন পেল নতুন বিশ্ববিদ্যালয় ‘গ্রামীণ ইউনিভার্সিটি’

Update Time : 11:21:55 pm, Tuesday, 18 March 2025

‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। রাজধানীর দক্ষিণ দিয়াবাড়ীতে এটি হবে বলে জানানো হয়েছে।

গতকাল সোমবার এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে অনুমোদনের চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ওই চিঠিতে বলা হয়েছে, ‘বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৬ অনুযায়ী নিম্ন বর্ণিত শর্ত (২২ টি শর্ত) সাপেক্ষে প্রস্তাবিত ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ ঢাকা স্থাপন ও পরিচালনার জন্য উক্ত আইনের ধারা ৭ অনুযায়ী সাময়িক অনুমতি প্রদান করা হলো।’

মোট ২২টি শর্তে ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ স্থাপন ও পরিচালনার জন্য সাময়িক অনুমোদন দিয়ে আদেশ জারি করা হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়টিকে দেওয়া শর্তের মধ্যে রয়েছে: সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়কে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০–এর সব বিধান ও শর্ত মেনে চলতে হবে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। ন্যূনতম তিনটি অনুষদ এবং এসব অনুষদের অধীন কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে ইত্যাদি।