3:08 pm, Tuesday, 14 October 2025

সিলেটে ধানক্ষেত-বাসাবাড়িতেও মিলছে লুট হওয়া পাথর

সিলেটে ধানক্ষেত-বাসাবাড়িতেও মিলছে লুট হওয়া পাথর। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের ‘সাদাপাথর’ এলাকা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে প্রশাসন। ইতোমধ্যেই বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালিয়ে পাথর জব্দ করা হয়েছিল। এবার সেই পাথরের সন্ধান মিললো ধানক্ষেত ও বাসাবাড়িতেও।

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট সদর উপজেলার টিলাপাড়া, রঙ্গিটিলা, কান্দিপাড়া ও ছালিয়া গ্রামে একযোগে অভিযান চালানো হয়। ছালিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে একাই প্রায় ৫ হাজার ১০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এছাড়া স্থানীয়দের বাড়ির উঠান, পথের ধারে ও ঝোপঝাড়ের আড়াল থেকেও পাথর উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনুর রুবাইয়াৎ। তিনি বলেন, “ধানক্ষেত ও বাসাবাড়ি থেকেও বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সব পাথর সঠিকভাবে প্রতিস্থাপনের কাজ চলছে।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সিলেটে ধানক্ষেত-বাসাবাড়িতেও মিলছে লুট হওয়া পাথর

Update Time : 11:28:49 am, Tuesday, 19 August 2025

দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের ‘সাদাপাথর’ এলাকা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে প্রশাসন। ইতোমধ্যেই বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালিয়ে পাথর জব্দ করা হয়েছিল। এবার সেই পাথরের সন্ধান মিললো ধানক্ষেত ও বাসাবাড়িতেও।

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট সদর উপজেলার টিলাপাড়া, রঙ্গিটিলা, কান্দিপাড়া ও ছালিয়া গ্রামে একযোগে অভিযান চালানো হয়। ছালিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে একাই প্রায় ৫ হাজার ১০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এছাড়া স্থানীয়দের বাড়ির উঠান, পথের ধারে ও ঝোপঝাড়ের আড়াল থেকেও পাথর উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনুর রুবাইয়াৎ। তিনি বলেন, “ধানক্ষেত ও বাসাবাড়ি থেকেও বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সব পাথর সঠিকভাবে প্রতিস্থাপনের কাজ চলছে।