9:33 am, Sunday, 18 January 2026

মালয়েশিয়ায় ২৫ লাখ কর্মী নিয়োগের ঘোষণা, সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগের কোটা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল জানিয়েছেন, ২০২৫ সালের জন্য সর্বোচ্চ ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, কৃষি, বৃক্ষরোপণ, খনি ও সেবা খাতের বিভিন্ন উপখাতে কেস-বাই-কেস ভিত্তিতে নিয়োগ হবে। সেবা খাতের আওতায় পাইকারি ও খুচরা, ওয়্যারহাউজ, সিকিউরিটি, স্ক্র্যাপ ধাতু, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো হ্যান্ডলিং এবং ক্লিনিং সার্ভিস অন্তর্ভুক্ত থাকবে। নির্মাণ খাতে শুধুমাত্র সরকারি প্রকল্পে কর্মী নেওয়া হবে, আর উৎপাদন খাতে কেবল নতুন বিনিয়োগপ্রাপ্ত কোম্পানিগুলো আবেদন করতে পারবে।

সাইফুদ্দিন আরও বলেন, আগে যেকোনো এজেন্ট বা ব্যক্তি আবেদন করতে পারলেও এখন থেকে শুধুমাত্র অনুমোদিত খাতের মালিক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন যাচাই শেষে স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ কমিটির সভায় অনুমোদন দেওয়া হবে।

উল্লেখ্য, চার বছর নিষেধাজ্ঞার পর ২০২২ সালের আগস্টে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করে মালয়েশিয়া। তবে ২০২৩ সালের মার্চে কোটা সংক্রান্ত নতুন অনুমোদন স্থগিত করা হয়েছিল, যা চলতি বছর আগস্ট পর্যন্ত বহাল ছিল। নতুন সিদ্ধান্তের ফলে আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলো।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মালয়েশিয়ায় ২৫ লাখ কর্মী নিয়োগের ঘোষণা, সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও

Update Time : 09:08:44 am, Wednesday, 20 August 2025

মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগের কোটা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল জানিয়েছেন, ২০২৫ সালের জন্য সর্বোচ্চ ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, কৃষি, বৃক্ষরোপণ, খনি ও সেবা খাতের বিভিন্ন উপখাতে কেস-বাই-কেস ভিত্তিতে নিয়োগ হবে। সেবা খাতের আওতায় পাইকারি ও খুচরা, ওয়্যারহাউজ, সিকিউরিটি, স্ক্র্যাপ ধাতু, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো হ্যান্ডলিং এবং ক্লিনিং সার্ভিস অন্তর্ভুক্ত থাকবে। নির্মাণ খাতে শুধুমাত্র সরকারি প্রকল্পে কর্মী নেওয়া হবে, আর উৎপাদন খাতে কেবল নতুন বিনিয়োগপ্রাপ্ত কোম্পানিগুলো আবেদন করতে পারবে।

সাইফুদ্দিন আরও বলেন, আগে যেকোনো এজেন্ট বা ব্যক্তি আবেদন করতে পারলেও এখন থেকে শুধুমাত্র অনুমোদিত খাতের মালিক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন যাচাই শেষে স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ কমিটির সভায় অনুমোদন দেওয়া হবে।

উল্লেখ্য, চার বছর নিষেধাজ্ঞার পর ২০২২ সালের আগস্টে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করে মালয়েশিয়া। তবে ২০২৩ সালের মার্চে কোটা সংক্রান্ত নতুন অনুমোদন স্থগিত করা হয়েছিল, যা চলতি বছর আগস্ট পর্যন্ত বহাল ছিল। নতুন সিদ্ধান্তের ফলে আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলো।