6:35 am, Tuesday, 14 October 2025

‘কেন্দ্র দখলের চেষ্টা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল হবে’

সিইসি। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোটই বাতিল করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “ব্যালট বাক্স দখলের স্বপ্ন যারা দেখছেন, তাদের স্বপ্ন ভেঙে যাবে। অস্ত্র দেখিয়ে কেউ ভোট জিততে পারবে না।”

শনিবার (২৩ আগস্ট) রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন সংক্রান্ত নির্দেশনাও দেন তিনি।

সিইসি জানান, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, “সংবিধানে যেহেতু আনুপাতিক পদ্ধতি নেই, তাই কমিশন সে পথে যেতে পারে না। আইন পরিবর্তন হলে কমিশন বিবেচনা করবে।”

সেনাবাহিনী প্রসঙ্গে সিইসি জানান, স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবেই সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

আগের নির্বাচন কর্মকর্তাদের বিষয়ে তিনি বলেন, “যারা আগের ভোটে ইচ্ছাকৃত অনিয়ম করেছেন, তাদের নির্বাচনী দায়িত্বে রাখা হবে না।”

সরকারি চাপের বিষয়ে প্রশ্নে সিইসি সাফ জানিয়ে দেন, “কোনো চাপ আসলে আমি পদত্যাগ করব—চেয়ারে বসে থাকব না।”

তিনি আরও জানান, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রয়েছে এবং মামলা বিচারাধীন থাকায় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আদালতের রায়ের ওপর নির্ভর করছে।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

‘কেন্দ্র দখলের চেষ্টা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল হবে’

Update Time : 12:11:49 pm, Saturday, 23 August 2025

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোটই বাতিল করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “ব্যালট বাক্স দখলের স্বপ্ন যারা দেখছেন, তাদের স্বপ্ন ভেঙে যাবে। অস্ত্র দেখিয়ে কেউ ভোট জিততে পারবে না।”

শনিবার (২৩ আগস্ট) রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন সংক্রান্ত নির্দেশনাও দেন তিনি।

সিইসি জানান, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, “সংবিধানে যেহেতু আনুপাতিক পদ্ধতি নেই, তাই কমিশন সে পথে যেতে পারে না। আইন পরিবর্তন হলে কমিশন বিবেচনা করবে।”

সেনাবাহিনী প্রসঙ্গে সিইসি জানান, স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবেই সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

আগের নির্বাচন কর্মকর্তাদের বিষয়ে তিনি বলেন, “যারা আগের ভোটে ইচ্ছাকৃত অনিয়ম করেছেন, তাদের নির্বাচনী দায়িত্বে রাখা হবে না।”

সরকারি চাপের বিষয়ে প্রশ্নে সিইসি সাফ জানিয়ে দেন, “কোনো চাপ আসলে আমি পদত্যাগ করব—চেয়ারে বসে থাকব না।”

তিনি আরও জানান, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রয়েছে এবং মামলা বিচারাধীন থাকায় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আদালতের রায়ের ওপর নির্ভর করছে।