4:44 am, Tuesday, 14 October 2025

আমি পালাবো না, কোরআনের কসম- পুলিশকে তৌহিদ আফ্রিদি

আমি পালাবো না, কোরআনের কসম- পুলিশকে তৌহিদ আফ্রিদি। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাই গণহত্যা মামলার অন্যতম আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির মিডিয়া শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে ঢাকায় আনা হয়েছে এবং আজই তাকে আদালতে তোলা হবে।

গ্রেপ্তারের সময় পুলিশের কাছে আবেগাপ্লুত হয়ে তৌহিদ আফ্রিদি বলেন, “আমি পালাবো না, কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে, তা সবাই জানে।”

তিনি আরও জানান, বর্তমানে তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা, সেই কারণেই তিনি কিছুটা ভীত ছিলেন।

পুলিশ তাকে যখন গাড়িতে তুলছিল, তখন এক সদস্য জিজ্ঞেস করেন, “এটা কি আপনার ভাড়া বাসা?” জবাবে আফ্রিদি বলেন, “না, এটা আমার দাদার বাড়ি। আমার বাবা গ্রেপ্তার হওয়ার পর আমি তার কবর জিয়ারত করতে এসেছি।”

তৌহিদ আফ্রিদির নাম সম্প্রতি যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত হত্যা মামলায় উঠে আসে। মামলায় তাকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বিতীয় ও তৃতীয় আসামি যথাক্রমে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া, একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও ২২ নম্বর আসামি করা হয়। তাকে গত ১৭ আগস্ট গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আমি পালাবো না, কোরআনের কসম- পুলিশকে তৌহিদ আফ্রিদি

Update Time : 12:45:49 pm, Monday, 25 August 2025

জুলাই গণহত্যা মামলার অন্যতম আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির মিডিয়া শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে ঢাকায় আনা হয়েছে এবং আজই তাকে আদালতে তোলা হবে।

গ্রেপ্তারের সময় পুলিশের কাছে আবেগাপ্লুত হয়ে তৌহিদ আফ্রিদি বলেন, “আমি পালাবো না, কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে, তা সবাই জানে।”

তিনি আরও জানান, বর্তমানে তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা, সেই কারণেই তিনি কিছুটা ভীত ছিলেন।

পুলিশ তাকে যখন গাড়িতে তুলছিল, তখন এক সদস্য জিজ্ঞেস করেন, “এটা কি আপনার ভাড়া বাসা?” জবাবে আফ্রিদি বলেন, “না, এটা আমার দাদার বাড়ি। আমার বাবা গ্রেপ্তার হওয়ার পর আমি তার কবর জিয়ারত করতে এসেছি।”

তৌহিদ আফ্রিদির নাম সম্প্রতি যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত হত্যা মামলায় উঠে আসে। মামলায় তাকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বিতীয় ও তৃতীয় আসামি যথাক্রমে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া, একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও ২২ নম্বর আসামি করা হয়। তাকে গত ১৭ আগস্ট গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।