5:05 am, Tuesday, 14 October 2025

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমনপীড়নের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ দশম দিনের মতো সাক্ষ্যগ্রহণ হচ্ছে।

এই মামলায় প্রধান আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ সোমবার, সকাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

এর আগে গত ২৬ আগস্ট নবম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। ধারাবাহিকভাবে মামলাটিতে এখন পর্যন্ত ২৯ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে।

আজকের দিনে, আগের দিনের মতোই, সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তার সাক্ষ্য ও জেরা কার্যক্রম চলছে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট থেকে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। শুরু থেকেই রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি ও জেরা চলছে ধারাবাহিকভাবে।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

Update Time : 11:20:18 am, Monday, 1 September 2025

২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমনপীড়নের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ দশম দিনের মতো সাক্ষ্যগ্রহণ হচ্ছে।

এই মামলায় প্রধান আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ সোমবার, সকাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

এর আগে গত ২৬ আগস্ট নবম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। ধারাবাহিকভাবে মামলাটিতে এখন পর্যন্ত ২৯ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে।

আজকের দিনে, আগের দিনের মতোই, সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তার সাক্ষ্য ও জেরা কার্যক্রম চলছে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট থেকে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। শুরু থেকেই রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি ও জেরা চলছে ধারাবাহিকভাবে।