3:49 am, Tuesday, 14 October 2025

‘আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না’

‘আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না’। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আওয়ামী লীগ যদি আবার মাঠের রাজনীতিতে ফিরে আসে, তাহলে কেউই রেহাই পাবে না। সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান অভিযোগ করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা সৃষ্টির পেছনে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলোর সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি বলেন, “আমরা রাজনীতি করি, বিভিন্ন উৎস থেকে আমাদের কাছে নানা তথ্য আসে। আওয়ামী লীগ আবার ফিরলে গণহত্যা, দমন-পীড়ন এবং ফ্যাসিবাদী শাসন ফিরে আসবে।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে আমরা যে ভূমিকা রেখেছি, তাতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে আমাদের সবাইকে টার্গেট করা হবে। তাই তাদের রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিহত করা জরুরি।”

টক শোর উপস্থাপককে উদ্দেশ করে রাশেদ খান বলেন, “আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ফিরলে আপনার অবস্থাও ভালো থাকবে না। আপনারও জবাবদিহি করতে হবে।”

তিনি আরও দাবি করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ আসলে সাজানো নাটক, যার পেছনে আওয়ামী লীগের পরিকল্পনা থাকতে পারে।

এ সময় রাশেদ খান আরও অভিযোগ করেন, এস আলম গ্রুপের কাছ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা পেয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য অর্থনৈতিক সহায়তা পাচ্ছে বলে বিএনপিসহ বিভিন্ন সূত্রে জানা গেছে।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

‘আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না’

Update Time : 05:20:01 pm, Tuesday, 2 September 2025

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আওয়ামী লীগ যদি আবার মাঠের রাজনীতিতে ফিরে আসে, তাহলে কেউই রেহাই পাবে না। সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান অভিযোগ করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা সৃষ্টির পেছনে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলোর সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি বলেন, “আমরা রাজনীতি করি, বিভিন্ন উৎস থেকে আমাদের কাছে নানা তথ্য আসে। আওয়ামী লীগ আবার ফিরলে গণহত্যা, দমন-পীড়ন এবং ফ্যাসিবাদী শাসন ফিরে আসবে।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে আমরা যে ভূমিকা রেখেছি, তাতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে আমাদের সবাইকে টার্গেট করা হবে। তাই তাদের রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিহত করা জরুরি।”

টক শোর উপস্থাপককে উদ্দেশ করে রাশেদ খান বলেন, “আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ফিরলে আপনার অবস্থাও ভালো থাকবে না। আপনারও জবাবদিহি করতে হবে।”

তিনি আরও দাবি করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ আসলে সাজানো নাটক, যার পেছনে আওয়ামী লীগের পরিকল্পনা থাকতে পারে।

এ সময় রাশেদ খান আরও অভিযোগ করেন, এস আলম গ্রুপের কাছ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা পেয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য অর্থনৈতিক সহায়তা পাচ্ছে বলে বিএনপিসহ বিভিন্ন সূত্রে জানা গেছে।