9:44 am, Tuesday, 14 October 2025

মালয়েশিয়ায় বিশেষ অভিযান, এক রাতেই আটক ৩৭৭ বাংলাদেশি

মালয়েশিয়ায় বিশেষ অভিযান, এক রাতেই আটক ৩৭৭ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বড় ধরনের অভিযানে এক রাতেই ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তাদের মধ্যে ৩৭৭ জনই বাংলাদেশি বলে জানা গেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের পর্যটনসমৃদ্ধ বুকিত বিনতাং এলাকায় অভিযানটি চালানো হয় বলে জানিয়েছে নিউ স্ট্রেইট টাইমস।

আটকদের মধ্যে আরও রয়েছেন মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন এবং অন্যান্য দেশের ৯ জন নাগরিক।

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। অভিযোগ ছিল, এলাকাটি অবৈধ বিদেশিদের কার্যক্রমের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। যাদের আটক করা হয়েছে, তাদের অধিকাংশেরই বৈধ কাগজপত্র ছিল না, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা কাগজপত্রের অপব্যবহার ছিল।

অভিযানে অংশ নেয় ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে ২ হাজার ৪৪৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি ও ৮৪৫ জন স্থানীয়।

বাসরি জানান, অভিযানকালে অনেকে দোকানে বা ছাদে লুকানোর চেষ্টা করেন, তবে পুরো এলাকা ঘিরে রাখায় কেউই পালাতে পারেনি। অভিযানের সময় একটি অবৈধ জুয়ার আসরও ধরা পড়ে, যেটিতে সিসিটিভি দিয়ে নজরদারির ব্যবস্থা ছিল। সেখান থেকে আরও ৮ জন বিদেশিকে হাতেনাতে ধরা হয়।

আটকদের সবাইকে প্রাথমিক যাচাই শেষে পুত্রাজায়ার ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের একাধিক ধারায় তদন্ত চলছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এমন অভিযান নিয়মিত চলবে এবং প্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানো হবে যেন তারা শ্রমবাজারের নিয়ম মেনে বিদেশি কর্মী নিয়োগ দেয়।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মালয়েশিয়ায় বিশেষ অভিযান, এক রাতেই আটক ৩৭৭ বাংলাদেশি

Update Time : 11:05:58 am, Wednesday, 3 September 2025

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বড় ধরনের অভিযানে এক রাতেই ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তাদের মধ্যে ৩৭৭ জনই বাংলাদেশি বলে জানা গেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের পর্যটনসমৃদ্ধ বুকিত বিনতাং এলাকায় অভিযানটি চালানো হয় বলে জানিয়েছে নিউ স্ট্রেইট টাইমস।

আটকদের মধ্যে আরও রয়েছেন মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন এবং অন্যান্য দেশের ৯ জন নাগরিক।

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। অভিযোগ ছিল, এলাকাটি অবৈধ বিদেশিদের কার্যক্রমের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। যাদের আটক করা হয়েছে, তাদের অধিকাংশেরই বৈধ কাগজপত্র ছিল না, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা কাগজপত্রের অপব্যবহার ছিল।

অভিযানে অংশ নেয় ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে ২ হাজার ৪৪৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি ও ৮৪৫ জন স্থানীয়।

বাসরি জানান, অভিযানকালে অনেকে দোকানে বা ছাদে লুকানোর চেষ্টা করেন, তবে পুরো এলাকা ঘিরে রাখায় কেউই পালাতে পারেনি। অভিযানের সময় একটি অবৈধ জুয়ার আসরও ধরা পড়ে, যেটিতে সিসিটিভি দিয়ে নজরদারির ব্যবস্থা ছিল। সেখান থেকে আরও ৮ জন বিদেশিকে হাতেনাতে ধরা হয়।

আটকদের সবাইকে প্রাথমিক যাচাই শেষে পুত্রাজায়ার ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের একাধিক ধারায় তদন্ত চলছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এমন অভিযান নিয়মিত চলবে এবং প্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানো হবে যেন তারা শ্রমবাজারের নিয়ম মেনে বিদেশি কর্মী নিয়োগ দেয়।