6:35 am, Tuesday, 14 October 2025

গাজা এখন কেবল ধ্বংসস্তূপ, ২৭০০ পরিবারের কেউ বেঁচে নেই

গাজা এখন কেবল ধ্বংসস্তূপ, ২৭০০ পরিবারের কেউ বেঁচে নেই। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘদিন ধরে ইসরায়েলের টানা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। শনিবার গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এই যুদ্ধের ভয়াবহতায় গাজায় কমপক্ষে ২ হাজার ৭০০টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে—অর্থাৎ পরিবারের কোনো সদস্যই জীবিত নেই।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো গুঁড়িয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৮ বিলিয়ন মার্কিন ডলার। ইসরায়েলি হামলায় ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ, এবং ১৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়ে গেছে।

এদিকে, শনিবার দিনভর ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৪৫ জনই প্রাণ হারিয়েছেন গাজা শহরে। শহরটি দখল এবং স্থানীয়দের দক্ষিণে সরিয়ে নিতে ইসরায়েলি সেনারা ব্যাপক অভিযান চালাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৬৪ হাজার ৩৬৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৬২ হাজার ৩৬৭ জন। নিহতদের মধ্যে ২০ হাজারেরও বেশি শিশু রয়েছে।

এছাড়াও, যুদ্ধ এবং অবরোধের ফলে দেখা দেওয়া মানবিক সংকটে দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮২ জনে, যাদের মধ্যে ১৩৫ জন শিশু। শনিবারের রিপোর্টে বলা হয়, আগের দিনে অনাহারে মারা গেছেন আরও ছয়জন।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

গাজা এখন কেবল ধ্বংসস্তূপ, ২৭০০ পরিবারের কেউ বেঁচে নেই

Update Time : 10:22:31 am, Sunday, 7 September 2025

দীর্ঘদিন ধরে ইসরায়েলের টানা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। শনিবার গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এই যুদ্ধের ভয়াবহতায় গাজায় কমপক্ষে ২ হাজার ৭০০টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে—অর্থাৎ পরিবারের কোনো সদস্যই জীবিত নেই।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো গুঁড়িয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৮ বিলিয়ন মার্কিন ডলার। ইসরায়েলি হামলায় ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ, এবং ১৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়ে গেছে।

এদিকে, শনিবার দিনভর ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৪৫ জনই প্রাণ হারিয়েছেন গাজা শহরে। শহরটি দখল এবং স্থানীয়দের দক্ষিণে সরিয়ে নিতে ইসরায়েলি সেনারা ব্যাপক অভিযান চালাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৬৪ হাজার ৩৬৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৬২ হাজার ৩৬৭ জন। নিহতদের মধ্যে ২০ হাজারেরও বেশি শিশু রয়েছে।

এছাড়াও, যুদ্ধ এবং অবরোধের ফলে দেখা দেওয়া মানবিক সংকটে দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮২ জনে, যাদের মধ্যে ১৩৫ জন শিশু। শনিবারের রিপোর্টে বলা হয়, আগের দিনে অনাহারে মারা গেছেন আরও ছয়জন।