6:44 am, Tuesday, 14 October 2025

জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আক্কেলপুর স্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান। তিনি জানান, ট্রেনটি রাত ৩টা ১২ মিনিটে সান্তাহার স্টেশন থেকে ছেড়ে এসে দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে লাইন ভাঙা ছিল। ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে পড়ে। হঠাৎ এ দুর্ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার শুরু করেন। সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ ছুটে এসে তাদের সহায়তা করেন।

সান্তাহার রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব জানান, ট্রেনটি ২৯৯ নম্বর রেল পিলারের কাছে এসে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।

এ দুর্ঘটনার পর ভোর থেকে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, ফলে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

যাত্রীরা অভিযোগ করেছেন, রেললাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। অনেকে বলেন, সময়মতো ট্রেন থামানো না গেলে বড় ধরণের প্রাণহানি ঘটতে পারত।

স্থানীয় বাসিন্দারাও জানান, রাত সাড়ে তিনটার দিকে বিকট শব্দ শুনে তারা রেললাইনের দিকে ছুটে যান এবং সেখানে ট্রেনটি লাইনচ্যুত অবস্থায় দেখতে পান।

সান্তাহার স্টেশন মাস্টার খাতিজা খাতুন জানান, উদ্ধার কাজ চলছে, ট্রেন চলাচল স্বাভাবিক করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

Update Time : 09:43:41 am, Monday, 8 September 2025

জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আক্কেলপুর স্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান। তিনি জানান, ট্রেনটি রাত ৩টা ১২ মিনিটে সান্তাহার স্টেশন থেকে ছেড়ে এসে দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে লাইন ভাঙা ছিল। ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে পড়ে। হঠাৎ এ দুর্ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার শুরু করেন। সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ ছুটে এসে তাদের সহায়তা করেন।

সান্তাহার রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব জানান, ট্রেনটি ২৯৯ নম্বর রেল পিলারের কাছে এসে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।

এ দুর্ঘটনার পর ভোর থেকে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, ফলে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

যাত্রীরা অভিযোগ করেছেন, রেললাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। অনেকে বলেন, সময়মতো ট্রেন থামানো না গেলে বড় ধরণের প্রাণহানি ঘটতে পারত।

স্থানীয় বাসিন্দারাও জানান, রাত সাড়ে তিনটার দিকে বিকট শব্দ শুনে তারা রেললাইনের দিকে ছুটে যান এবং সেখানে ট্রেনটি লাইনচ্যুত অবস্থায় দেখতে পান।

সান্তাহার স্টেশন মাস্টার খাতিজা খাতুন জানান, উদ্ধার কাজ চলছে, ট্রেন চলাচল স্বাভাবিক করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।