5:08 am, Tuesday, 14 October 2025

বগুড়ায় পেট্রলপাম্পের ম্যানেজারকে হত্যা, আসামি গ্রেপ্তার

বগুড়ায় পেট্রলপাম্পের ম্যানেজারকে হত্যা, আসামি গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ায় পেট্রলপাম্পের অফিসকক্ষে ইকবাল হোসেন (৩০) নামে এক ব্যবস্থাপককে হাতুড়ি দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করেছে এক কর্মচারী। নিহত ইকবাল সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

ঘটনায় জড়িত কর্মচারী রাকিবুল ইসলাম রতন (২৬) কে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঘটনাটি ঘটে শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে। পরদিন রোববার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ইকবালের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রাকিবুল স্বীকার করেছেন, শনিবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ইকবালকে হত্যা করেন তিনি। এরপর তিনি বগুড়া থেকে পালিয়ে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় আত্মগোপন করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পেট্রলপাম্প থেকে তেল চুরি করার মিথ্যা অভিযোগ তুলে ইকবাল হোসেন রাকিবুলকে মারধর করেছিলেন। এর প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটান বলে দাবি করেছেন গ্রেপ্তার রাকিবুল।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যার সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যেখানে হত্যাকাণ্ডের দৃশ্য স্পষ্টভাবে দেখা গেছে।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বগুড়ায় পেট্রলপাম্পের ম্যানেজারকে হত্যা, আসামি গ্রেপ্তার

Update Time : 10:03:49 am, Monday, 8 September 2025

বগুড়ায় পেট্রলপাম্পের অফিসকক্ষে ইকবাল হোসেন (৩০) নামে এক ব্যবস্থাপককে হাতুড়ি দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করেছে এক কর্মচারী। নিহত ইকবাল সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

ঘটনায় জড়িত কর্মচারী রাকিবুল ইসলাম রতন (২৬) কে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঘটনাটি ঘটে শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে। পরদিন রোববার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ইকবালের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রাকিবুল স্বীকার করেছেন, শনিবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ইকবালকে হত্যা করেন তিনি। এরপর তিনি বগুড়া থেকে পালিয়ে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় আত্মগোপন করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পেট্রলপাম্প থেকে তেল চুরি করার মিথ্যা অভিযোগ তুলে ইকবাল হোসেন রাকিবুলকে মারধর করেছিলেন। এর প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটান বলে দাবি করেছেন গ্রেপ্তার রাকিবুল।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যার সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যেখানে হত্যাকাণ্ডের দৃশ্য স্পষ্টভাবে দেখা গেছে।