3:54 am, Tuesday, 14 October 2025

পোল্যান্ডে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স

পোল্যান্ডে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাশিয়ান ড্রোনের হুমকির মুখে পোল্যান্ডের আকাশসীমা রক্ষায় তিনটি রাফাল যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই ঘোষণা দেন। খবর রয়টার্সের।

এর একদিন আগে, পোলিশ সশস্ত্র বাহিনী জানায় যে, বেশ কয়েকটি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করলে সেগুলো ভূপাতিত করা হয়। এ ঘটনার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোল্যান্ডের চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এই পরিস্থিতিতে ইউরোপ এবং ন্যাটো জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে রাশিয়ার কার্যক্রমকে কেন্দ্র করে পূর্ব ইউরোপে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এরই প্রেক্ষিতে, ন্যাটোর পূর্ব ফ্রন্টে নিরাপত্তা জোরদার এবং পোল্যান্ডের আকাশসীমা সুরক্ষার লক্ষ্যে রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় ফ্রান্স।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, “ইউরোপের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির সামনে আমরা কখনোই মাথা নত করবো না।”

এদিকে, পোল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, ফ্রান্স ছাড়াও যুক্তরাজ্য, নেদারল্যান্ড ও সুইডেন সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে পোল্যান্ড ইউক্রেনের সঙ্গে যৌথভাবে ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের কাজও করছে।

রাশিয়ার ড্রোন নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “হতে পারে এটি একটি দুর্ঘটনা। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে। তবে এই বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

তবে পোল্যান্ডের প্রধানমন্ত্রী রাশিয়ার উদ্দেশ্যকে ‘ইচ্ছাকৃত’ বলে দাবি করেন। তিনি বলেন, এটা কোনো ভুল নয়, বরং পূর্বপরিকল্পিত হামলার অংশ।

উত্তেজনার মধ্যে শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে রাশিয়া ও বেলারুশ ‘জাপাদ-২০২৫’ নামের একটি যৌথ সামরিক মহড়া শুরু করেছে। এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে বাল্টিক ও বারেন্টস সাগর উপকূলে।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

পোল্যান্ডে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স

Update Time : 10:12:18 pm, Friday, 12 September 2025

রাশিয়ান ড্রোনের হুমকির মুখে পোল্যান্ডের আকাশসীমা রক্ষায় তিনটি রাফাল যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই ঘোষণা দেন। খবর রয়টার্সের।

এর একদিন আগে, পোলিশ সশস্ত্র বাহিনী জানায় যে, বেশ কয়েকটি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করলে সেগুলো ভূপাতিত করা হয়। এ ঘটনার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোল্যান্ডের চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এই পরিস্থিতিতে ইউরোপ এবং ন্যাটো জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে রাশিয়ার কার্যক্রমকে কেন্দ্র করে পূর্ব ইউরোপে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এরই প্রেক্ষিতে, ন্যাটোর পূর্ব ফ্রন্টে নিরাপত্তা জোরদার এবং পোল্যান্ডের আকাশসীমা সুরক্ষার লক্ষ্যে রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় ফ্রান্স।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, “ইউরোপের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির সামনে আমরা কখনোই মাথা নত করবো না।”

এদিকে, পোল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, ফ্রান্স ছাড়াও যুক্তরাজ্য, নেদারল্যান্ড ও সুইডেন সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে পোল্যান্ড ইউক্রেনের সঙ্গে যৌথভাবে ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের কাজও করছে।

রাশিয়ার ড্রোন নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “হতে পারে এটি একটি দুর্ঘটনা। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে। তবে এই বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

তবে পোল্যান্ডের প্রধানমন্ত্রী রাশিয়ার উদ্দেশ্যকে ‘ইচ্ছাকৃত’ বলে দাবি করেন। তিনি বলেন, এটা কোনো ভুল নয়, বরং পূর্বপরিকল্পিত হামলার অংশ।

উত্তেজনার মধ্যে শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে রাশিয়া ও বেলারুশ ‘জাপাদ-২০২৫’ নামের একটি যৌথ সামরিক মহড়া শুরু করেছে। এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে বাল্টিক ও বারেন্টস সাগর উপকূলে।