ইউরোভিশন বয়কটের পর এবার ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে ইসরায়েল অংশ নিলে সেখান থেকেও স্পেন সরে দাঁড়াতে পারে বলে জানিয়ে দিয়েছেন স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্র পাত্রি লোপেস। স্পেনের কংগ্রেসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি এমন ইঙ্গিত দেন। খবর ওয়ান ফুটবলের।
লোপেস বলেন, “ইসরায়েল গাজায় যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন চালাচ্ছে, তা বিশ্ববাসীর চোখের সামনেই ঘটছে। প্রতিদিন শিশুদের হত্যা, সাধারণ মানুষকে গুলি করে মারা, গোটা শহর ধ্বংস করে দেওয়া—এগুলো আত্মরক্ষা নয়, এটি গণহত্যা।”
তিনি আরও বলেন, স্পেনের জনগণ এর বিরুদ্ধে সোচ্চার, তারা নীরব সমর্থন দিতে চায় না। সম্প্রতি ‘লা ভুয়েল্তা’ সাইক্লিং প্রতিযোগিতায় যেমন জনরোষ দেখা গেছে, ফুটবলেও তেমনটাই হতে পারে। “একটি মর্যাদাবান জাতি মানবাধিকার লঙ্ঘনকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে পারে না,”—জানান লোপেস।
এর আগেই ইউরোপিয়ান সঙ্গীত প্রতিযোগিতা ইউরোভিশন থেকেও ইসরায়েলের অংশগ্রহণের কারণে স্পেন নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও এক বক্তব্যে বলেছেন, “গাজায় মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া উচিত। রাশিয়াকে যেমন ইউক্রেন যুদ্ধের কারণে ফিফা ও উয়েফা থেকে বহিষ্কার করা হয়েছিল, ইসরায়েলের ক্ষেত্রেও একই পদক্ষেপ জরুরি।”
উল্লেখ্য, ইউরোপিয়ান বাছাইপর্বের ‘আই’ গ্রুপে ইসরায়েল বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে। তাদের সামনে প্লে-অফে খেলার সুযোগ থাকলেও, বিশ্বকাপে সুযোগ পেলে বড় বিতর্কের মুখে পড়তে পারে ফিফা।