১৭টি বিয়ের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল বিভাগের সাবেক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বরিশাল ত্যাগের চেষ্টা করার সময় স্থানীয়দের বাধায় তিনি ধরা পড়েন।
পুলিশ জানায়, বন কর্মকর্তা কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর বিভাগে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু রাতের আঁধারে তিনি বরিশাল ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় কয়েকজন ঠিকাদার বিষয়টি জানতে পেরে বাধা দেন। এতে এলাকায় হট্টগোল তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাকে হেফাজতে নেয়।
ঠিকাদারদের অভিযোগ, কবির হোসেন বিভিন্ন সময় তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিলেন। কিন্তু তিনি সেই টাকা পরিশোধ না করেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “বিশৃঙ্খলা এড়াতে তাকে হেফাজতে নেয়া হয়েছে। যারা অভিযোগ করেছেন, তাদের বক্তব্য নেওয়া হবে এবং যথাযথ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
উল্লেখ্য, সম্প্রতি বন কর্মকর্তা কবির হোসেনের বিরুদ্ধে একে একে ১৭টি বিয়ের অভিযোগ প্রকাশ্যে আসে, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।