নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন দলের নেতাদের হেনস্তার ঘটনায় আওয়ামী লীগের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্ন সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
> “রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে তাদের করার কিছু নেই। সমর্থকদের দিয়ে এ ধরনের কাজই করাচ্ছে। গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন আরও ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে। এতে তাদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হচ্ছে।”
তিনি আরও বলেন, এ ঘটনায় দূতাবাসের গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না তা নিশ্চিত নয়। তবে একটি গণতান্ত্রিক দেশে এমন ঘটনা অস্বাভাবিক নয়। তার মতে, যার সমর্থন আছে কিংবা নেই— উভয় পক্ষই এ ধরনের ঘটনা ঘটাতে পারে।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জোর দেন। অনুষ্ঠানে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন।