জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা হুঁশিয়ারি দিয়েছেন— যদি ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে বাধা দেয়, তাহলে তেল আবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে জাপান।
মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা দ্বি-রাষ্ট্র সমাধানের গুরুত্ব তুলে ধরে বলেন, “জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তবে সময়ের ব্যাপার মাত্র। জাপানের জনগণ টু-স্টেট সলিউশনের পক্ষে। উপযুক্ত সময়ে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবো।”
তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি ইসরায়েলের শীর্ষ সরকারি কর্মকর্তারা একাধিকবার দ্বি-রাষ্ট্র সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এতে জাপানের জনগণ ক্ষুব্ধ।
ইশিবা আরও যোগ করেন, ভবিষ্যতে যদি ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধানে বাধা দেয়, তাহলে জাপান নতুন পদক্ষেপ নেবে এবং সেগুলো হবে কঠোর।
উল্লেখ্য, সোমবার ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এক বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালসহ বেশ কয়েকটি দেশ। যদিও জাপান স্বীকৃতি দেওয়ার প্রস্তুতিতে ছিল, শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে পিছিয়ে আসে টোকিও।
বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রায় ৮০ শতাংশ দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।