11:02 pm, Monday, 13 October 2025

৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হলেও, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক মনে করেন তিনি এই সম্মানের যোগ্য নন।

ওয়াশিংটন পোস্ট ও ইপসস পরিচালিত এক জরিপে ১১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৫১৩ জন মার্কিনি অংশ নেন। ফলাফলে দেখা যায়—৭৬ শতাংশ মনে করেন ট্রাম্প পুরস্কারের যোগ্য নন, মাত্র ২২ শতাংশ বলেন তিনি যোগ্য। রিপাবলিকান ভোটারদের মধ্যেও এ বিষয়ে দ্বিধাবিভক্ত মতামত লক্ষ্য করা গেছে—৪৯ শতাংশ ট্রাম্পকে যোগ্য মনে করলেও সমান সংখ্যক ভোটার তাকে অযোগ্য বলেছেন।

জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মোকাবেলায় ট্রাম্পের ভূমিকা সন্তোষজনক নয়। অন্যদিকে ইসরাইল-গাজা ইস্যুতে তার পদক্ষেপের বিরোধিতা করেছেন ৫৮ শতাংশ।

তবে এই সমালোচনার মধ্যেই পাকিস্তান ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিয়েছে। দেশটির দাবি, ভারত-পাকিস্তান সংকটকালে তার কূটনৈতিক ভূমিকা ও নেতৃত্বের কারণে এ মনোনয়ন প্রদান করা হয়েছে। একইভাবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কম্বোডিয়া ও আফ্রিকার পাঁচটি দেশ (গ্যাবন, গিনি-বিসাউ, লাইবেরিয়া, মৌরিতানিয়া ও সেনেগাল) ট্রাম্পের মনোনয়নে সমর্থন জানিয়েছে।

এছাড়া আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানও নিজেদের অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের অবদানের কথা উল্লেখ করেছেন।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ দাবি করেছেন, সাবেক প্রেসিডেন্ট এ পর্যন্ত সাতটি যুদ্ধ বন্ধ করেছেন। তার মতে, এই কারণেই ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।

উল্লেখ্য, একই জরিপে ৫৪ শতাংশ মার্কিনি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কারের উপযুক্ত ছিলেন না।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নন

Update Time : 07:24:51 pm, Wednesday, 24 September 2025

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হলেও, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক মনে করেন তিনি এই সম্মানের যোগ্য নন।

ওয়াশিংটন পোস্ট ও ইপসস পরিচালিত এক জরিপে ১১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৫১৩ জন মার্কিনি অংশ নেন। ফলাফলে দেখা যায়—৭৬ শতাংশ মনে করেন ট্রাম্প পুরস্কারের যোগ্য নন, মাত্র ২২ শতাংশ বলেন তিনি যোগ্য। রিপাবলিকান ভোটারদের মধ্যেও এ বিষয়ে দ্বিধাবিভক্ত মতামত লক্ষ্য করা গেছে—৪৯ শতাংশ ট্রাম্পকে যোগ্য মনে করলেও সমান সংখ্যক ভোটার তাকে অযোগ্য বলেছেন।

জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মোকাবেলায় ট্রাম্পের ভূমিকা সন্তোষজনক নয়। অন্যদিকে ইসরাইল-গাজা ইস্যুতে তার পদক্ষেপের বিরোধিতা করেছেন ৫৮ শতাংশ।

তবে এই সমালোচনার মধ্যেই পাকিস্তান ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিয়েছে। দেশটির দাবি, ভারত-পাকিস্তান সংকটকালে তার কূটনৈতিক ভূমিকা ও নেতৃত্বের কারণে এ মনোনয়ন প্রদান করা হয়েছে। একইভাবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কম্বোডিয়া ও আফ্রিকার পাঁচটি দেশ (গ্যাবন, গিনি-বিসাউ, লাইবেরিয়া, মৌরিতানিয়া ও সেনেগাল) ট্রাম্পের মনোনয়নে সমর্থন জানিয়েছে।

এছাড়া আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানও নিজেদের অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের অবদানের কথা উল্লেখ করেছেন।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ দাবি করেছেন, সাবেক প্রেসিডেন্ট এ পর্যন্ত সাতটি যুদ্ধ বন্ধ করেছেন। তার মতে, এই কারণেই ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।

উল্লেখ্য, একই জরিপে ৫৪ শতাংশ মার্কিনি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কারের উপযুক্ত ছিলেন না।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট