10:57 pm, Monday, 13 October 2025

তাসনিম জারাকে নিয়ে সাবেক নেত্রী নীলা ইস্রাফিলের বিস্ফোরক মন্তব্য

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাকে ঘিরে প্রশংসার জোয়ার বইলেও তার সাহস ও ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নীলা তাসনিম জারাকে উদ্দেশ করে লিখেন, “আজ যাকে ঘিরে করতালি, আলোচনার ঝড়, তার সাহস আসলেই কতটা সত্যিকারের? ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুলি আওড়ানোই কি তার সাহসের সীমা?”

তিনি অভিযোগ করে বলেন, একসময় ডেইলি স্টারের অফিসে নাগরিক কোয়ালিশনের এক অনুষ্ঠানে ব্যক্তিগত এক দুঃসময় নিয়ে তাসনিম জারার কাছে সাহায্য চেয়েছিলেন তিনি। কিন্তু তখন তাসনিম নীরব থেকেছেন, ফাঁপা প্রতিশ্রুতি দিয়েছেন এবং চোখ ফিরিয়ে নিয়েছেন।

নীলা লেখেন, “আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম, অথচ আপনি আমার পাশে দাঁড়াননি। এর জবাব আমাকে আজও যন্ত্রণা দেয়।”

তাসনিমকে উদ্দেশ করে তিনি আরও লিখেন, “আপনি মুখে শক্ত কিন্তু কাজে দুর্বল। আপনি কণ্ঠে সাহসী কিন্তু হৃদয়ে কাপুরুষ। আপনার কথিত সাহস আসলে প্রদর্শনী সাহস—মঞ্চে হাততালি কুড়ানোর সাহস, জনতার সামনে ইমেজ বানানোর সাহস। কিন্তু অন্যায়ের সময়ে চুপ থাকার সাহস।”

তিনি সতর্ক করে বলেন, আজ মানুষ তাসনিমকে সাধুবাদ দিচ্ছে, কিন্তু একদিন এই প্রশংসাই রূপ নেবে ব্যঙ্গচিত্রে। “ইতিহাস ভণ্ডামিকে কখনো ক্ষমা করে না,” মন্তব্য করেন নীলা ইস্রাফিল।

তার মতে, কেবল উচ্চশিক্ষিত হলেই হয় না, মানবিকতাও থাকতে হয়। আর ডা. তাসনিম জারা সেই মানবিকতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

তাসনিম জারাকে নিয়ে সাবেক নেত্রী নীলা ইস্রাফিলের বিস্ফোরক মন্তব্য

Update Time : 07:29:21 pm, Wednesday, 24 September 2025

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাকে ঘিরে প্রশংসার জোয়ার বইলেও তার সাহস ও ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নীলা তাসনিম জারাকে উদ্দেশ করে লিখেন, “আজ যাকে ঘিরে করতালি, আলোচনার ঝড়, তার সাহস আসলেই কতটা সত্যিকারের? ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুলি আওড়ানোই কি তার সাহসের সীমা?”

তিনি অভিযোগ করে বলেন, একসময় ডেইলি স্টারের অফিসে নাগরিক কোয়ালিশনের এক অনুষ্ঠানে ব্যক্তিগত এক দুঃসময় নিয়ে তাসনিম জারার কাছে সাহায্য চেয়েছিলেন তিনি। কিন্তু তখন তাসনিম নীরব থেকেছেন, ফাঁপা প্রতিশ্রুতি দিয়েছেন এবং চোখ ফিরিয়ে নিয়েছেন।

নীলা লেখেন, “আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম, অথচ আপনি আমার পাশে দাঁড়াননি। এর জবাব আমাকে আজও যন্ত্রণা দেয়।”

তাসনিমকে উদ্দেশ করে তিনি আরও লিখেন, “আপনি মুখে শক্ত কিন্তু কাজে দুর্বল। আপনি কণ্ঠে সাহসী কিন্তু হৃদয়ে কাপুরুষ। আপনার কথিত সাহস আসলে প্রদর্শনী সাহস—মঞ্চে হাততালি কুড়ানোর সাহস, জনতার সামনে ইমেজ বানানোর সাহস। কিন্তু অন্যায়ের সময়ে চুপ থাকার সাহস।”

তিনি সতর্ক করে বলেন, আজ মানুষ তাসনিমকে সাধুবাদ দিচ্ছে, কিন্তু একদিন এই প্রশংসাই রূপ নেবে ব্যঙ্গচিত্রে। “ইতিহাস ভণ্ডামিকে কখনো ক্ষমা করে না,” মন্তব্য করেন নীলা ইস্রাফিল।

তার মতে, কেবল উচ্চশিক্ষিত হলেই হয় না, মানবিকতাও থাকতে হয়। আর ডা. তাসনিম জারা সেই মানবিকতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন।