নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. ইউনূস ট্রাম্পের আমন্ত্রণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। এ ইভেন্টে তিনি বিভিন্ন আন্তর্জাতিক নেতার সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
ড. ইউনূসের সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
* স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ
* জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা
* জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
* ভুটানের প্রধানমন্ত্রী জশেরিং টোবগে
এছাড়াও প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেন।
ড. ইউনূসের এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রভাব ও কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করার প্রেক্ষাপট হিসেবে দেখা হচ্ছে।