12:19 pm, Tuesday, 14 October 2025

রবি ও সোমবার সারা দেশে অবরোধের ডাক গণতন্ত্র মঞ্চের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে আগামী রবি ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) সারা দেশে সর্বাত্মক অবরোধ ডেকেছে গণতন্ত্র মঞ্চ। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্টনে বিএনপি ও সমমনা দলগুলোর চলমান অবরোধ কর্মসূচিকে সমর্থন দিয়ে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ থেকে এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। মঞ্চের সমন্বয়ক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ এ কর্মসূচির ঘোষণা করেন।

সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে এই তিন দিনের অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল হয়েছে। ২৮ অক্টোবর বিরোধী দলগুলোর সমাবেশ ও মহাসমাবেশকে কেন্দ্র করে এই সরকারের বিভিন্ন এজেন্ট, বিভিন্ন বাহিনী, আওয়ামী লীগ ও যুবলীগ একটি চিত্রনাট্য চিত্রিত করার পরিকল্পনা করেছে। ২৮ তারিখের সমাবেশকে পণ্ড করে দিয়ে এটিতে সহিংসতার আন্দোলন হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে। দেশের জনগণ ও বিশ্বের কাছে উপস্থাপনের জন্য পরিকল্পনা করেছিল।

শহীদ উদ্দিন মাহমুদ বলেন, চলমান সরকারবিরোধী আন্দোলনে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করে আগামী শুক্রবার (৪ নভেম্বর) সারা দেশের সব প্রার্থনালয়, মসজিদ, গির্জায় নিজ নিজ ধর্মের মানুষেরা প্রার্থনা করবেন। আর ৫ ও ৬ নভেম্বর সারা দেশে সর্বাত্মক অবরোধ পালন করা হবে।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রবি ও সোমবার সারা দেশে অবরোধের ডাক গণতন্ত্র মঞ্চের

Update Time : 12:28:28 am, Friday, 3 November 2023

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে আগামী রবি ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) সারা দেশে সর্বাত্মক অবরোধ ডেকেছে গণতন্ত্র মঞ্চ। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্টনে বিএনপি ও সমমনা দলগুলোর চলমান অবরোধ কর্মসূচিকে সমর্থন দিয়ে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ থেকে এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। মঞ্চের সমন্বয়ক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ এ কর্মসূচির ঘোষণা করেন।

সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে এই তিন দিনের অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল হয়েছে। ২৮ অক্টোবর বিরোধী দলগুলোর সমাবেশ ও মহাসমাবেশকে কেন্দ্র করে এই সরকারের বিভিন্ন এজেন্ট, বিভিন্ন বাহিনী, আওয়ামী লীগ ও যুবলীগ একটি চিত্রনাট্য চিত্রিত করার পরিকল্পনা করেছে। ২৮ তারিখের সমাবেশকে পণ্ড করে দিয়ে এটিতে সহিংসতার আন্দোলন হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে। দেশের জনগণ ও বিশ্বের কাছে উপস্থাপনের জন্য পরিকল্পনা করেছিল।

শহীদ উদ্দিন মাহমুদ বলেন, চলমান সরকারবিরোধী আন্দোলনে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করে আগামী শুক্রবার (৪ নভেম্বর) সারা দেশের সব প্রার্থনালয়, মসজিদ, গির্জায় নিজ নিজ ধর্মের মানুষেরা প্রার্থনা করবেন। আর ৫ ও ৬ নভেম্বর সারা দেশে সর্বাত্মক অবরোধ পালন করা হবে।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।