12:11 am, Saturday, 17 January 2026

এলো হেমন্ত, আজ পয়লা কার্তিক, ঘাসে শিশিরের আবেশ

  • Zuel Rana
  • Update Time : 09:44:09 am, Thursday, 17 October 2024
  • 528

ছবিঃ সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আবহমান গ্রাম বাংলা পল্লী প্রকৃতি অপরূপ রূপে রূপায়িত যেন স্বর্গের মত পবিত্র। ষড়ঋতুর এই দেশ নানা বৈচিত্রে সজ্জিত। চিরসবুজ এই প্রকৃতি কত অপূর্ব ঢং এ সাজে তা আমরা সবাই জানি। আজ গ্রাম বাংলার মানুষের প্রিয় ঋতু হেমন্তের শুরু।

আজ পয়লা কার্তিক । কার্তিক ও অগ্রহায়ণ—এই দুই মাস নিয়ে চিরায়ত হেমন্তকাল। শীতের আগমনি বার্তা নিয়ে ধীর পায়ে প্রকৃতিতে আসে হেমন্ত।

হেমন্তকাল ফসলের ঋতু। প্রথম মাস কার্তিক একসময় বাংলার ঘরে ঘরে অভাবের মাস হিসেবে পরিচিত ছিল। কার্তিকের সেই মঙ্গার কাল মানুষ পার করেছেন আগেই। অগ্রহায়ণ পুরোপুরি ধান কাটার মাস। মাঠে, কৃষকের বাড়িতে নতুন ধানের ঘ্রাণ। এ সময়েই সূচনা হয় নবান্ন উৎসবের।

হেমন্ত জীবন ও প্রকৃতিতে এক আশ্চর্য সময় হয়ে ওঠে। বর্ষার পরে এই সময়ে বৃক্ষ রাজি থাকে সবুজে ভরা। ভরা থাকে খাল-বিল নদী-নালা। বিল জুড়ে সাদা-লাল শাপলা আর পদ্ম ফুলের সমারোহ। এই হেমন্তের দুই রূপ প্রতিভাত হয়। প্রথম মাসটির এক রূপ। পরেরটির অন্য।

 

বিডি/জেডআর

 

Write Your Comment

About Author Information

Zuel Rana

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

এলো হেমন্ত, আজ পয়লা কার্তিক, ঘাসে শিশিরের আবেশ

Update Time : 09:44:09 am, Thursday, 17 October 2024

আবহমান গ্রাম বাংলা পল্লী প্রকৃতি অপরূপ রূপে রূপায়িত যেন স্বর্গের মত পবিত্র। ষড়ঋতুর এই দেশ নানা বৈচিত্রে সজ্জিত। চিরসবুজ এই প্রকৃতি কত অপূর্ব ঢং এ সাজে তা আমরা সবাই জানি। আজ গ্রাম বাংলার মানুষের প্রিয় ঋতু হেমন্তের শুরু।

আজ পয়লা কার্তিক । কার্তিক ও অগ্রহায়ণ—এই দুই মাস নিয়ে চিরায়ত হেমন্তকাল। শীতের আগমনি বার্তা নিয়ে ধীর পায়ে প্রকৃতিতে আসে হেমন্ত।

হেমন্তকাল ফসলের ঋতু। প্রথম মাস কার্তিক একসময় বাংলার ঘরে ঘরে অভাবের মাস হিসেবে পরিচিত ছিল। কার্তিকের সেই মঙ্গার কাল মানুষ পার করেছেন আগেই। অগ্রহায়ণ পুরোপুরি ধান কাটার মাস। মাঠে, কৃষকের বাড়িতে নতুন ধানের ঘ্রাণ। এ সময়েই সূচনা হয় নবান্ন উৎসবের।

হেমন্ত জীবন ও প্রকৃতিতে এক আশ্চর্য সময় হয়ে ওঠে। বর্ষার পরে এই সময়ে বৃক্ষ রাজি থাকে সবুজে ভরা। ভরা থাকে খাল-বিল নদী-নালা। বিল জুড়ে সাদা-লাল শাপলা আর পদ্ম ফুলের সমারোহ। এই হেমন্তের দুই রূপ প্রতিভাত হয়। প্রথম মাসটির এক রূপ। পরেরটির অন্য।

 

বিডি/জেডআর