12:19 pm, Tuesday, 14 October 2025

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৭৫ ছাত্রলীগকে বহিষ্কার !

  • Zuel Rana
  • Update Time : 08:48:13 pm, Monday, 28 October 2024
  • 209

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে - ছবি : সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সর্বোচ্চ ২ বছর আর সর্বনিম্ন ছয় মাসের বহিষ্কারাদেশ দেয়া হয়েছে।

বহিষ্কার হওয়া প্রায় সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।

সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়।

৭৫ শিক্ষার্থীর মধ্যে ৭ জনকে দুই বছর, ১৫ জনকে ১ বছর ৬ মাস, ৩৭ জনকে ১ বছর ও ১৬ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া ১১ জনকে শিক্ষার্থী ও অভিভাবকের মুচলেকায় অব্যাহতি দেয়া হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও ছাত্র রাজনীতির নাম ভাঙিয়ে একক কর্তৃত্ব, গোষ্ঠীগত আধিপত্য এবং ব্যক্তিগত হিরোইজম প্রদর্শন, ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গসহ কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকায় তাদের বহিষ্কার করা হয়েছে।

Write Your Comment

About Author Information

Zuel Rana

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৭৫ ছাত্রলীগকে বহিষ্কার !

Update Time : 08:48:13 pm, Monday, 28 October 2024

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সর্বোচ্চ ২ বছর আর সর্বনিম্ন ছয় মাসের বহিষ্কারাদেশ দেয়া হয়েছে।

বহিষ্কার হওয়া প্রায় সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।

সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়।

৭৫ শিক্ষার্থীর মধ্যে ৭ জনকে দুই বছর, ১৫ জনকে ১ বছর ৬ মাস, ৩৭ জনকে ১ বছর ও ১৬ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া ১১ জনকে শিক্ষার্থী ও অভিভাবকের মুচলেকায় অব্যাহতি দেয়া হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও ছাত্র রাজনীতির নাম ভাঙিয়ে একক কর্তৃত্ব, গোষ্ঠীগত আধিপত্য এবং ব্যক্তিগত হিরোইজম প্রদর্শন, ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গসহ কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকায় তাদের বহিষ্কার করা হয়েছে।