1:05 pm, Tuesday, 14 October 2025

রাশিয়ার হয়ে লড়াই করা সেনাদের সম্মান জানালেন কিম জং–উন

রাশিয়ার হয়ে লড়াই করা সেনাদের সম্মান জানালেন কিম জং–উন। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া উত্তর কোরিয়ার সেনাদের ‘বীরত্ব’ স্মরণ করে সম্মাননা জানিয়েছেন দেশটির নেতা কিম জং–উন। শুক্রবার (২২ আগস্ট) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

পিয়ংইয়ংয়ে আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে কিম জং–উন বলেন, “বিদেশের মাটিতে লড়াই করা আমাদের সেনাদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতীক। কুরস্কের মতো অভিযানগুলো তাদের মানসিক দৃঢ়তার প্রমাণ।”

অনুষ্ঠানে নিহত সেনাদের স্মরণে কিম ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং এক স্মৃতিস্তম্ভে নীরবতা পালন করেন। রাশিয়া থেকে ফেরা সেনাদের জন্য আয়োজন করা হয় বিশেষ কনসার্ট ও ভোজসভা, যেখানে নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধের ময়দানে রাশিয়ার পক্ষে লড়তে উত্তর কোরিয়া প্রায় ১৫ হাজার সেনা পাঠিয়েছে। ইতোমধ্যে কমপক্ষে ৬০০ জন উত্তর কোরীয় সেনা সেখানে নিহত হয়েছেন বলে দাবি করা হয়।

কেসিএনএ আরও জানায়, গত বৃহস্পতিবার কিম জং–উন বিদেশে পাঠানো সামরিক ইউনিটের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ার হয়ে লড়াই করা সেনাদের সম্মান জানালেন কিম জং–উন

Update Time : 12:31:30 pm, Saturday, 23 August 2025

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া উত্তর কোরিয়ার সেনাদের ‘বীরত্ব’ স্মরণ করে সম্মাননা জানিয়েছেন দেশটির নেতা কিম জং–উন। শুক্রবার (২২ আগস্ট) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

পিয়ংইয়ংয়ে আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে কিম জং–উন বলেন, “বিদেশের মাটিতে লড়াই করা আমাদের সেনাদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতীক। কুরস্কের মতো অভিযানগুলো তাদের মানসিক দৃঢ়তার প্রমাণ।”

অনুষ্ঠানে নিহত সেনাদের স্মরণে কিম ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং এক স্মৃতিস্তম্ভে নীরবতা পালন করেন। রাশিয়া থেকে ফেরা সেনাদের জন্য আয়োজন করা হয় বিশেষ কনসার্ট ও ভোজসভা, যেখানে নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধের ময়দানে রাশিয়ার পক্ষে লড়তে উত্তর কোরিয়া প্রায় ১৫ হাজার সেনা পাঠিয়েছে। ইতোমধ্যে কমপক্ষে ৬০০ জন উত্তর কোরীয় সেনা সেখানে নিহত হয়েছেন বলে দাবি করা হয়।

কেসিএনএ আরও জানায়, গত বৃহস্পতিবার কিম জং–উন বিদেশে পাঠানো সামরিক ইউনিটের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।