4:40 am, Wednesday, 15 October 2025

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬৩, অনাহারে মৃত্যু আরও ৮

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে একদিনে আরও অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২২ জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা মানুষ। একই সঙ্গে অনাহারে আরও আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।

রোববার (২৪ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা গাজা সিটিতে আরও গভীরে প্রবেশ করছে। শহরটি দখল ও প্রায় এক মিলিয়ন মানুষকে জোরপূর্বক উৎখাত করার অংশ হিসেবে তারা সামরিক অভিযান জোরদার করেছে।

সাবরা ও জায়তুন এলাকায় টানা হামলায় বেসামরিক প্রাণহানি বেড়েছে। গাজার আল-আহলি হাসপাতাল জানায়, সর্বশেষ হামলায় একটি শিশু নিহত হয়েছে। এর আগে দক্ষিণ গাজার খান ইউনিসে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে গোলাবর্ষণে ছয় শিশুসহ অন্তত ১৬ জন নিহত হন।

এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে অন্তত ২২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় অপুষ্টিতে মারা গেছেন আরও আটজন। যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে, যাদের মধ্যে ১১৪ জন শিশু।

জাতিসংঘ সম্প্রতি গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রায় পাঁচ লাখ মানুষ ভয়াবহ খাদ্যসংকটে ভুগছেন।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬৩, অনাহারে মৃত্যু আরও ৮

Update Time : 09:20:39 am, Sunday, 24 August 2025

ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে একদিনে আরও অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২২ জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা মানুষ। একই সঙ্গে অনাহারে আরও আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।

রোববার (২৪ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা গাজা সিটিতে আরও গভীরে প্রবেশ করছে। শহরটি দখল ও প্রায় এক মিলিয়ন মানুষকে জোরপূর্বক উৎখাত করার অংশ হিসেবে তারা সামরিক অভিযান জোরদার করেছে।

সাবরা ও জায়তুন এলাকায় টানা হামলায় বেসামরিক প্রাণহানি বেড়েছে। গাজার আল-আহলি হাসপাতাল জানায়, সর্বশেষ হামলায় একটি শিশু নিহত হয়েছে। এর আগে দক্ষিণ গাজার খান ইউনিসে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে গোলাবর্ষণে ছয় শিশুসহ অন্তত ১৬ জন নিহত হন।

এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে অন্তত ২২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় অপুষ্টিতে মারা গেছেন আরও আটজন। যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে, যাদের মধ্যে ১১৪ জন শিশু।

জাতিসংঘ সম্প্রতি গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রায় পাঁচ লাখ মানুষ ভয়াবহ খাদ্যসংকটে ভুগছেন।