7:09 pm, Tuesday, 14 October 2025

ডিবি প্রধান হিসেবে নিয়োগ পেলেন শফিকুল ইসলাম

ডিবি প্রধান হিসেবে নিয়োগ পেলেন শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)-র নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে এই পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

শফিকুল ইসলাম ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রায় সাড়ে চার মাস ধরে ডিবি প্রধানের পদটি শূন্য ছিল। গত ১২ এপ্রিল তৎকালীন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়। এরপর থেকে একজন যুগ্ম-কমিশনার ওই ইউনিটের দায়িত্ব পালন করছিলেন।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সন্তান শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৯৯ সালে পুলিশে যোগ দেন। পেশাগত জীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে এএসপি হিসেবে কাজ করেন এবং পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ডিবি প্রধান হিসেবে নিয়োগ পেলেন শফিকুল ইসলাম

Update Time : 09:22:07 pm, Wednesday, 27 August 2025

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)-র নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে এই পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

শফিকুল ইসলাম ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রায় সাড়ে চার মাস ধরে ডিবি প্রধানের পদটি শূন্য ছিল। গত ১২ এপ্রিল তৎকালীন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়। এরপর থেকে একজন যুগ্ম-কমিশনার ওই ইউনিটের দায়িত্ব পালন করছিলেন।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সন্তান শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৯৯ সালে পুলিশে যোগ দেন। পেশাগত জীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে এএসপি হিসেবে কাজ করেন এবং পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে দায়িত্ব পালন করেন।