7:41 pm, Tuesday, 14 October 2025

ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল ইসলাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি এ মন্তব্য করেন।

তিনি সতর্ক করে বলেন, ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই। সুষ্ঠু নির্বাচন না হলে শুধু কমিশন নয়, নির্বাচনী কর্মকর্তারাও দায় বহন করবেন। জীবন ঝুঁকির মুখে পড়লেও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকিবাজি বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে অন্যান্য কমিশনাররা বলেন, এবার নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি ভোটার অংশ নিতে পারেন, প্রবাসীরাও উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন। তারা আরও জানান, নির্বাচনে অনিয়ম বা অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই এবং মিতব্যয়ীভাবে নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল ইসলাম

Update Time : 11:37:34 am, Friday, 29 August 2025

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি এ মন্তব্য করেন।

তিনি সতর্ক করে বলেন, ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই। সুষ্ঠু নির্বাচন না হলে শুধু কমিশন নয়, নির্বাচনী কর্মকর্তারাও দায় বহন করবেন। জীবন ঝুঁকির মুখে পড়লেও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকিবাজি বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে অন্যান্য কমিশনাররা বলেন, এবার নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি ভোটার অংশ নিতে পারেন, প্রবাসীরাও উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন। তারা আরও জানান, নির্বাচনে অনিয়ম বা অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই এবং মিতব্যয়ীভাবে নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন।