9:37 am, Tuesday, 14 October 2025

ভেনেজুয়েলায় যেকোনো সময় বড় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সিএনএন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক চক্রগুলোকে লক্ষ্য করে হামলার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই তিনি পুয়ের্তো রিকোতে আধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালানো হতে পারে। সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

সিএনএন একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ভেতরে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর ওপর হামলার পরিকল্পনা করছে। এ পদক্ষেপ বাস্তবায়িত হলে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যকার চলমান উত্তেজনা আরও বেড়ে যাবে।

যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করুন। আমাদের সার্বভৌমত্ব, শান্তির অধিকার ও স্বাধীনতাকে সম্মান করুন।

তবে আলোচনার পথ খোলা রাখার কথাও জানান মাদুরো। তিনি বলেন, আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতে নিয়ে যাবে। ভেনেজুয়েলা সবসময় আলোচনা ও সংলাপে আগ্রহী।

এর মধ্যেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন মাদুরো। তিনি সতর্ক করে বলেন, আক্রমণ হলে ভেনেজুয়েলা দ্রুতই সশস্ত্র সংগ্রামের যুগে প্রবেশ করবে।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে দেশটির অস্বাভাবিক নির্বাচন ব্যবস্থা নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন।

তিনি মূলত ২০২৫ সালের জানুয়ারির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করেন, যেখানে আবারও জয়ী হন মাদুরো। পশ্চিমা বিশ্বের বহু দেশ সেই নির্বাচনকে অবৈধ বলেই ঘোষণা করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ভেনেজুয়েলায় যেকোনো সময় বড় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সিএনএন

Update Time : 10:09:57 pm, Saturday, 6 September 2025

ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক চক্রগুলোকে লক্ষ্য করে হামলার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই তিনি পুয়ের্তো রিকোতে আধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালানো হতে পারে। সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

সিএনএন একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ভেতরে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর ওপর হামলার পরিকল্পনা করছে। এ পদক্ষেপ বাস্তবায়িত হলে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যকার চলমান উত্তেজনা আরও বেড়ে যাবে।

যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করুন। আমাদের সার্বভৌমত্ব, শান্তির অধিকার ও স্বাধীনতাকে সম্মান করুন।

তবে আলোচনার পথ খোলা রাখার কথাও জানান মাদুরো। তিনি বলেন, আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতে নিয়ে যাবে। ভেনেজুয়েলা সবসময় আলোচনা ও সংলাপে আগ্রহী।

এর মধ্যেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন মাদুরো। তিনি সতর্ক করে বলেন, আক্রমণ হলে ভেনেজুয়েলা দ্রুতই সশস্ত্র সংগ্রামের যুগে প্রবেশ করবে।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে দেশটির অস্বাভাবিক নির্বাচন ব্যবস্থা নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন।

তিনি মূলত ২০২৫ সালের জানুয়ারির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করেন, যেখানে আবারও জয়ী হন মাদুরো। পশ্চিমা বিশ্বের বহু দেশ সেই নির্বাচনকে অবৈধ বলেই ঘোষণা করেছে।