9:40 am, Tuesday, 14 October 2025

গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত, নিহতের সংখ্যা ছাড়াল ৬৪ হাজার

গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত, নিহতের সংখ্যা ছাড়াল ৬৪ হাজার। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা থামছে না। সর্বশেষ হামলায় আরও ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৬৮ জনে।

রবিবার (৭ সেপ্টেম্বর) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন আরও ১ লাখ ৬২ হাজার ৭৭৬ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৮৭ জন, আহত হয়েছেন ৪০৯ জন। খাদ্য সংকটের কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে অনাহারে।

এছাড়া খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৩১ জন, আহত হয়েছেন অন্তত ১৩২ জন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২ হাজার ৪১৬ জন এবং আহত হয়েছেন ১৭ হাজার ৭০৯ জন ফিলিস্তিনি।

ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক হতাহত আটকে আছেন, যাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা।

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়াও, গাজায় চালানো গণহত্যার দায়ে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও মামলার মুখোমুখি হয়েছে। আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা সত্ত্বেও থেমে নেই ইসরায়েলের আগ্রাসন।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত, নিহতের সংখ্যা ছাড়াল ৬৪ হাজার

Update Time : 09:23:13 am, Monday, 8 September 2025

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা থামছে না। সর্বশেষ হামলায় আরও ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৬৮ জনে।

রবিবার (৭ সেপ্টেম্বর) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন আরও ১ লাখ ৬২ হাজার ৭৭৬ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৮৭ জন, আহত হয়েছেন ৪০৯ জন। খাদ্য সংকটের কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে অনাহারে।

এছাড়া খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৩১ জন, আহত হয়েছেন অন্তত ১৩২ জন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২ হাজার ৪১৬ জন এবং আহত হয়েছেন ১৭ হাজার ৭০৯ জন ফিলিস্তিনি।

ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক হতাহত আটকে আছেন, যাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা।

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়াও, গাজায় চালানো গণহত্যার দায়ে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও মামলার মুখোমুখি হয়েছে। আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা সত্ত্বেও থেমে নেই ইসরায়েলের আগ্রাসন।