1:28 am, Tuesday, 14 October 2025

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১১ যুবক

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১১ যুবক। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে রাজধানীর হাজারীবাগে ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকার ১৪ নম্বর ওয়ার্ডে ময়লার ডিপোর সামনে হঠাৎ করে এই মিছিল হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেয় প্রায় ১৫-২০ জন যুবক। ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’—এমন বিভিন্ন স্লোগানে মুখর ছিল তারা। মিছিলটি বউবাজার হয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং মাত্র পাঁচ মিনিট অবস্থান করেই ব্যানার গুটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

স্থানীয় বাসিন্দা মো. আরজু জানান, “সকালবেলা দেখি কয়েকজন তরুণ হঠাৎ ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। পুলিশ আসার আগেই তারা দ্রুত চলে যায়, তবে কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে।”

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম যুগান্তরকে জানান, “মিছিলের সময় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এখন যাচাই-বাছাই চলছে—তাদের মধ্যে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে, আর কারা কেবল আশপাশে ছিল।”

তিনি আরও জানান, কেউ যদি অবৈধ কর্মসূচি বা জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে এ ধরনের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১১ যুবক

Update Time : 11:29:26 am, Thursday, 18 September 2025

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে রাজধানীর হাজারীবাগে ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকার ১৪ নম্বর ওয়ার্ডে ময়লার ডিপোর সামনে হঠাৎ করে এই মিছিল হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেয় প্রায় ১৫-২০ জন যুবক। ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’—এমন বিভিন্ন স্লোগানে মুখর ছিল তারা। মিছিলটি বউবাজার হয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং মাত্র পাঁচ মিনিট অবস্থান করেই ব্যানার গুটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

স্থানীয় বাসিন্দা মো. আরজু জানান, “সকালবেলা দেখি কয়েকজন তরুণ হঠাৎ ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। পুলিশ আসার আগেই তারা দ্রুত চলে যায়, তবে কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে।”

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম যুগান্তরকে জানান, “মিছিলের সময় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এখন যাচাই-বাছাই চলছে—তাদের মধ্যে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে, আর কারা কেবল আশপাশে ছিল।”

তিনি আরও জানান, কেউ যদি অবৈধ কর্মসূচি বা জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে এ ধরনের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান ওসি।