3:58 am, Tuesday, 14 October 2025

‘আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা’

‘আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা’। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে “অনাকাঙ্ক্ষিত” বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “বিমানবন্দরের ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। বিষয়টি আমাদের কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।”

প্রসঙ্গত, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার কিছু নেতাকর্মী ওই ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে।

প্রেস সচিব আরও জানান, সেদিন জাতিসংঘে ‘সোশ্যাল বিজনেস’-বিষয়ক আইএমএফের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন। একই দিনে আরও একটি ইভেন্টে অংশ নেন তিনি। সেখানে তাকে ‘এসডিজি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। বিশ্বজুড়ে টেকসই উন্নয়নে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়, যেটি আরও দুইজন নেতৃস্থানীয় ব্যক্তিও পেয়েছেন।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক সম্পর্কেও মন্তব্য করেন শফিকুল আলম। তিনি জানান, “বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন দেশ মোটামুটি প্রস্তুত রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।”

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এছাড়া বৈঠকে সার্ক পুনরুজ্জীবন, নেপাল ও ভুটানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, আসিয়ানের সদস্যপদ পাওয়া এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।

শফিকুল আলম বলেন, “সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। এসব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গেও আলোচনা করবেন।”

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

‘আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা’

Update Time : 11:50:21 am, Tuesday, 23 September 2025

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে “অনাকাঙ্ক্ষিত” বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “বিমানবন্দরের ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। বিষয়টি আমাদের কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।”

প্রসঙ্গত, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার কিছু নেতাকর্মী ওই ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে।

প্রেস সচিব আরও জানান, সেদিন জাতিসংঘে ‘সোশ্যাল বিজনেস’-বিষয়ক আইএমএফের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন। একই দিনে আরও একটি ইভেন্টে অংশ নেন তিনি। সেখানে তাকে ‘এসডিজি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। বিশ্বজুড়ে টেকসই উন্নয়নে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়, যেটি আরও দুইজন নেতৃস্থানীয় ব্যক্তিও পেয়েছেন।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক সম্পর্কেও মন্তব্য করেন শফিকুল আলম। তিনি জানান, “বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন দেশ মোটামুটি প্রস্তুত রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।”

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এছাড়া বৈঠকে সার্ক পুনরুজ্জীবন, নেপাল ও ভুটানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, আসিয়ানের সদস্যপদ পাওয়া এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।

শফিকুল আলম বলেন, “সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। এসব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গেও আলোচনা করবেন।”