বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি। এ নিয়ে যে সব খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের নিয়ে রাজধানীর সংসদ ভবনের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, নিউইয়র্কে যদি অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারতো, তাহলে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না। কিন্তু সরকার দুর্বলতার কারণে তাদের প্রেতাত্মারা দেশে-বিদেশে সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আতাঁত নেই। শেখ হাসিনার শাসনকে তিনি “ভয়ংকর ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক” আখ্যা দিয়ে বলেন, ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অকার্যকারিতা নিয়েও সমালোচনা করে রিজভী বলেন, দুদক অর্থ লুটপাটকারীদের টাকা দেশে ফেরত আনতে পারেনি, বিচারও করতে পারেনি। প্রতিষ্ঠানটি এখন অথর্ব হয়ে পড়েছে।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তৃণমূলের মাধ্যমে দলকে এমনভাবে শক্তিশালী করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়।