1:58 am, Tuesday, 14 October 2025

ভারতের আশীর্বাদে আর কোনো দল ক্ষমতায় আসবে না: সারজিস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের প্রভাব ও আধিপত্য বাংলাদেশের রাজনীতিতে এখনও বিদ্যমান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার দাবি, ভারতের আশীর্বাদে আর কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র সফররত দলটির নেতাদের ওপর আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীদের হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

সারজিস বলেন, মনে রাখতে হবে ২০২৪ সালের অভ্যুত্থান শুধু শেখ হাসিনা বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না। এটি ছিল বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও এক গণঅভ্যুত্থান। অথচ ভারত এখনও ক্ষমা চায়নি, বরং খুনি হাসিনাকে আশ্রয়ে রেখেছে।

তিনি আরও দাবি করেন, বিএনপি সহ যেকোনো রাজনৈতিক দল যদি ভারতের সঙ্গে সমঝোতা করে, কিংবা প্রভাবশালী পক্ষের আশীর্বাদে ক্ষমতায় আসতে চায়, তাহলে সেই আশা কখনো পূরণ হবে না।

আমরা স্পষ্ট করে বলছি, জনগণের রায় উপেক্ষা করে কোনো দল বা ব্যক্তি যদি প্রভাবক কিংবা এজেন্সির সহায়তায় ক্ষমতায় আসতে চায়, তবে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। এ দেশে পিঠ বাঁচিয়ে চলার স্বভাব আর চলবে না। যোগ করেন সারজিস।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ভারতের আশীর্বাদে আর কোনো দল ক্ষমতায় আসবে না: সারজিস

Update Time : 07:02:11 pm, Wednesday, 24 September 2025

ভারতের প্রভাব ও আধিপত্য বাংলাদেশের রাজনীতিতে এখনও বিদ্যমান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার দাবি, ভারতের আশীর্বাদে আর কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র সফররত দলটির নেতাদের ওপর আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীদের হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

সারজিস বলেন, মনে রাখতে হবে ২০২৪ সালের অভ্যুত্থান শুধু শেখ হাসিনা বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না। এটি ছিল বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও এক গণঅভ্যুত্থান। অথচ ভারত এখনও ক্ষমা চায়নি, বরং খুনি হাসিনাকে আশ্রয়ে রেখেছে।

তিনি আরও দাবি করেন, বিএনপি সহ যেকোনো রাজনৈতিক দল যদি ভারতের সঙ্গে সমঝোতা করে, কিংবা প্রভাবশালী পক্ষের আশীর্বাদে ক্ষমতায় আসতে চায়, তাহলে সেই আশা কখনো পূরণ হবে না।

আমরা স্পষ্ট করে বলছি, জনগণের রায় উপেক্ষা করে কোনো দল বা ব্যক্তি যদি প্রভাবক কিংবা এজেন্সির সহায়তায় ক্ষমতায় আসতে চায়, তবে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। এ দেশে পিঠ বাঁচিয়ে চলার স্বভাব আর চলবে না। যোগ করেন সারজিস।