1:25 am, Tuesday, 14 October 2025

মুসলিম নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক ‘সফল’ বলে মন্তব্য এরদোগানের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, গাজা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মুসলিম দেশগুলোর নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল অত্যন্ত সফল। তিনি আশা প্রকাশ করেছেন, এই বৈঠকের ফল ভবিষ্যতে গঠনমূলক ভূমিকা রাখবে।

টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে মুসলিম প্রধান বিভিন্ন রাষ্ট্রের নেতারা অংশ নেন। বৈঠক শেষে তুর্কেভি সেন্টারের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, আমরা মাত্রই একটি খুবই ইতিবাচক ও ফলপ্রসূ বৈঠক শেষ করেছি। আমি সন্তুষ্ট এবং আশাবাদী—এই বৈঠকের ফল মঙ্গলজনক হবে।

তিনি জানান, বৈঠকের যৌথ ঘোষণা শিগগিরই প্রকাশ করা হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বক্তব্যসহ অন্যান্য নেতাদের মন্তব্যে বৈঠকের গুরুত্ব স্পষ্ট হবে বলেও উল্লেখ করেন এরদোগান।

অন্যদিকে ট্রাম্পও সাংবাদিকদের বলেন, আমরা গাজা নিয়ে একটি খুবই ভালো বৈঠক করেছি। এটি ছিল অত্যন্ত সফল বৈঠক, যেখানে প্রায় সব বড় নেতারাই উপস্থিত ছিলেন, শুধু ইসরাইল বাদে। তবে ভবিষ্যতে ইসরাইলকেও আলোচনায় অন্তর্ভুক্ত করা হবে বলে আমি মনে করি।

যদিও বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে অংশগ্রহণকারীরা মনে করছেন, এটি ফিলিস্তিনিদের জন্য তাৎপর্যপূর্ণ অগ্রগতি বয়ে আনবে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মুসলিম নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক ‘সফল’ বলে মন্তব্য এরদোগানের

Update Time : 07:06:18 pm, Wednesday, 24 September 2025

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, গাজা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মুসলিম দেশগুলোর নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল অত্যন্ত সফল। তিনি আশা প্রকাশ করেছেন, এই বৈঠকের ফল ভবিষ্যতে গঠনমূলক ভূমিকা রাখবে।

টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে মুসলিম প্রধান বিভিন্ন রাষ্ট্রের নেতারা অংশ নেন। বৈঠক শেষে তুর্কেভি সেন্টারের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, আমরা মাত্রই একটি খুবই ইতিবাচক ও ফলপ্রসূ বৈঠক শেষ করেছি। আমি সন্তুষ্ট এবং আশাবাদী—এই বৈঠকের ফল মঙ্গলজনক হবে।

তিনি জানান, বৈঠকের যৌথ ঘোষণা শিগগিরই প্রকাশ করা হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বক্তব্যসহ অন্যান্য নেতাদের মন্তব্যে বৈঠকের গুরুত্ব স্পষ্ট হবে বলেও উল্লেখ করেন এরদোগান।

অন্যদিকে ট্রাম্পও সাংবাদিকদের বলেন, আমরা গাজা নিয়ে একটি খুবই ভালো বৈঠক করেছি। এটি ছিল অত্যন্ত সফল বৈঠক, যেখানে প্রায় সব বড় নেতারাই উপস্থিত ছিলেন, শুধু ইসরাইল বাদে। তবে ভবিষ্যতে ইসরাইলকেও আলোচনায় অন্তর্ভুক্ত করা হবে বলে আমি মনে করি।

যদিও বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে অংশগ্রহণকারীরা মনে করছেন, এটি ফিলিস্তিনিদের জন্য তাৎপর্যপূর্ণ অগ্রগতি বয়ে আনবে।