ইসরাইলের হামলার পর জাতিসংঘে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কঠোর অবস্থান ঘোষণা করেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সামা টিভি জানিয়েছে, মুখপাত্র বলেন, আমরা চাই স্পষ্টভাবে বলা যাক—কাতারের সার্বভৌমত্বে আঘাতের জবাব আমরা দেব।
তিনি আরও যোগ করেন, শুধু ক্ষোভ প্রকাশ যথেষ্ট নয়, এবার কার্যকর প্রতিক্রিয়া আসবে। এ জন্য দোহা বিশ্বের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করছে।
কাতারের পক্ষ থেকে জানানো হয়, ইসরাইলের দীর্ঘদিনের দায়বদ্ধতার অভাব এবার শেষ করতে চায় তারা। আমরা ইসরাইলের দায়বদ্ধতার অভাব শেষ করব, বলেন মুখপাত্র।
৯ সেপ্টেম্বর ইসরাইল দোহায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায়। সে সময় হামাস নেতাদের একটি বৈঠক চলছিল। হামাস জানিয়েছে, শীর্ষ নেতৃত্ব নিরাপদে আছে, তবে খলিল আল-হাইয়ার ছেলে, এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা ও আরও কয়েকজন নিহত হয়েছেন।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দোহায় বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরাইলি সামরিক বাহিনী পরে এই হামলার বিষয়টি স্বীকার করে। হামাসের অভিযোগ, এটি রাজনৈতিক আলোচনায়—বিশেষ করে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে—বাধা দেওয়ার জন্য চালানো হয়েছে।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি বলেছেন, প্রতিক্রিয়া আসছে। এর জন্য আরব রাষ্ট্রগুলো পরামর্শ করছে এবং মিত্রদের সঙ্গে আলোচনা চলছে।